স্থানীয় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেননের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন

0
43

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন এমপি আজ ৪ঠা এপ্রিল বিকাল ৩টায় সকালে লাগা অগ্নিকা-ে বঙ্গবাজার মহানগর কমপ্লেক্স মার্কেট এনেক্স মার্কেট সহ ক্ষতিগ্রস্থ বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জ্ঞাপন করেন। পরিদর্শনকালে তিনি ঈদের পূর্বেই যাতে এই ব্যবসায়ীরা ব্যবসা শুরু করতে পারেন তার জন্য তাদের অন্যত্র পুনর্বাসন এককালীন সাহায্য প্রদানসহ স্বল্পসুদে ঋণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান। রাশেদ খান মেনন এইসাথে ঢাকার মার্কেট, বস্তিসহ বিভিন্ন এলাকায় এভাবে আগুণ লাগার ঘটনার কারণ উদ্ঘাটনের আহবান জানিয়ে এর  পেছনে কোন অস্বাভাবিকতা আছে কিনা খুঁজে দেখতে বলেন। এই সময় তার সাথে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, স্থানীয় কাউন্সিলর চামেলী বেগম, যুবমৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও ছাত্রমৈত্রীর সভাপতি অতলুন দাস  আলো ছিলেন উপস্থিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে