স্মার্ট বাংলাদেশ গড়তে ভোলা ৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার নোমান

0
244

নিজস্ব প্রতিবেদকঃভোলা ৩ আসনে (লালমোহন – তজুমদ্দিন) নির্বাচনের পুরো আমেজ চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি এক বছরেরও কম সময়। এরই মধ্যে পুরোদমে মাঠে নেমেছেন আগ্রহী প্রার্থীরা। ভোলা ৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সি.আই.পি)।

ইতোমধ্যে নির্বাচন সামনে রেখে তিনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের সমর্থন আদায়ের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার এর সমর্থকরা জানান, ছাত্র রাজনীতি করে উঠে আসা ইঞ্জিনিয়ার আবু নোমান আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখার ছাত্রলীগ সমর্থিত প্যানেলের নির্বাচিত ভিপি ছিলেন। বর্তমান তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনেও রয়েছে তার সরব উপস্থিতি।

এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা এবং ভালো কাজের প্রতি উৎসাহ দেন তিনি।ভোলা ৩ আসনের আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আমার হাতেখড়ি। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। আমি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে  লালমোহন-তজুমদ্দিনে নির্বাচনকালীন সময়ে প্রত্যক্ষভাবে কাজ করেছি। করোনাকালে কর্মহীনদের ঘরে আমি আমার সাধ্যমতো খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সবসময় গরিব-অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার আরও বলেন, আমি দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে লালমোহন – তজুমদ্দিন এর শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো গত উন্নয়ন, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরীর মাধ্যমে বেকারত্ব দূর করব। তিনি লালমোহন – তজুমদ্দিনকে দুর্নীতি  ও মাদকমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান। জননেত্রী শেখ হাসিনা যদি তাকে মনোনয়ন দেন তাহলে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। নিবার্চনী এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তিনি আশা করেন দল তাকে অবশ্যই মূল্যায়ন করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে