নিজস্ব প্রতিবেদকঃভোলার লালমোহন উপজেলার চর ভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চর ভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হোসেন হাওলাদার সহ ১০ এর অধিক আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরদ্ধে মিথ্যা অভিযোগে করা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় সকল নেতাকর্মীদের জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ হোসেন হাওলাদার সহ নেতাকর্মীদের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে বিরতি নিয়ে দুপুর সোয়া ১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীপক্ষের আবেদন নাকচ করে সকলের জামিন আবেদন মঞ্জুর করেন।মোঃ হোসেন হাওলাদার বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সি.আই.পি) মহোদয়ের রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত আছি।
বিগত দিনে আমি বর্তমান সাংসদ নূরনবী চৌধুরী শাওনের অনৈতিক কর্মকান্ডের সমালোচনা ও বিএনপি জামাতের চিহ্নিত ক্যাডারদের দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ দেওয়াতে বিরোধিতা করি। এরই ধারাবাহিকতায় বর্তমান সাংসদ নূরনবী চৌধুরী শাওন তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পুলিশকে ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।তিনি আরও বলেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই এরকম অসংখ্য মিথ্যা মামলা আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে শুধুমাত্র ইঞ্জিনিয়ার আবু নোমন হাওলাদারের সমর্থন করায়।