নিজস্ব প্রতিনিধি: ২২মার্চ ২০২৩ বুধবার দুপুরে ধানমন্ডি আওয়ামীলীগের কার্যালয়ে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচনে অংশগ্রহনের জন্য দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন বোয়ালখালির কৃতী সন্তান রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম। এসময় নিজ নির্বাচনী এলাকার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোহাম্মদ খোরশেদ আলম আশা ব্যাক্ত করে উপস্থিত সাংবাদিকদের জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে এলাকার সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন যাবত সেবামূলক কর্মকা-ের ধারাবাহিকতা বজায় রেখেছি। মানুষ আমাকে আপন করে নিয়েছে। আমি আশা করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, জননেত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিয়ে নৌকা মার্কায় নির্বাচনের সুযোগ করে দিবেন। সুযোগ দিলে জনগসাধারণ ও এলাকা উন্নয়নে আমার বোয়ালখালী-চান্দগাঁও এলাকার মানুষ বিপুল ভোটে আমাকে নৌকা মার্কায় বিজয়ী করবেন। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিগত দিনের মতো আমরণ আওয়ামী লীগের সঙ্গে কাজ করে যাবো।’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ এপ্রিল। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ভোটকক্ষে সিসি ক্যামেরা থাকবে না। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এ নির্বাচনের তফসিল চুড়ান্ত করা হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়