নিজস্ব প্রতিনিধিঃনব্বই এর সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ ডিজিটাল নিরাপত্তা আইনের তীব্র সমালোচনা করে বলেছেন, এই আইন রাজনৈতিক উদ্দেশ্যে রচিত ও প্রণিত। এই আইন দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি। রাজনীতিতে বিরোধী ও প্রতিদ্বন্দ্বী পক্ষকে হয়রানি করার হাতিয়ার। এই আইন দ্রুত বাতিল করা উচিত। আজ এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জন ঘোষ আরো বলেন, বর্তমান শাসকরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। তাদের সুবিবেচনা বোধ ও গণতান্ত্রিক মানসিকতা লোপ পেয়েছে। কিন্তু তাদের বোঝা দরকার ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী বন্দোবস্ত নয়।
সুরঞ্জন ঘোষ আরো বলেন, সরকার ও সরকার সমর্থক অতি উৎসাহিরা ধরাকে সরাজ্ঞান করছে। পেশাজীবীদের সংঘ ও সমিতির ভোট গ্রহণ ও অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে দিচ্ছে না। সুপ্রীম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে সরকার দলীয় লোকদের হস্তক্ষেপ ও পুলিশের সাংবাদিকদের উপর হামলা ও নিন্দনীয় আচরণ তার প্রমাণ।সুরঞ্জন ঘোষ আরো বলেন, দেশ শাসনের ভার যাদের হাতে থাকে তাদের উচিত ন্যায় বিচার, আইণের শাসন কায়েম করা। দুষ্টের দমন, শীষ্ট্রের পালন নীতি মেনে চলা। কিন্তু বড়ই আফসোসের বিষয় হচ্ছে সরকার এই নীতিবাক্যের উল্টো কাজ করছে। বর্তমান সরকার সমাজের শীষ্ট জনগোষ্ঠীকে দমন করছে। পালন করছে ঘুষখোর, বিদেশে টাকা পাচারকারী ও সাম্প্রদায়িক কর্মকান্ডে জড়িত চরম খল নায়কদের। এই সরকারের পতন ব্যতিত দেশে আর গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না।