বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে ফোজিত শেখ বাবু’র আলোকচিত্র প্রদর্শনী শ্রদ্ধা

0
101

নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিএসএমএমইউ-এর আয়োজনে বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে ফোজিত শেখ বাবু’র আলোকচিত্র প্রদর্শনী শ্রদ্ধা

স্থান: বটতলা চত্বর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা তারিখ: ১৭ মার্চ, ২০২৩ থেকে ১৮ মার্চ, ২০২৩ খ্রি. পর্যন্ত, ২ দিনব্যাপী,উদ্বোধন: ১৭ মার্চ, ২০২২ খ্রি, রোজ: শুক্রবার, সকাল ৭.৩০ মিনিটে,প্রদর্শনী: প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

১৭ মার্চ ১৯২০ সালে বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন, এ দিনে জন্মেছিলেন রাজনীতির মহাকবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে জন্ম নিয়েছে লাল-সবুজের বাংলাদেশ নামক এক নতুন জাতি রাষ্ট্রের। এই মহানায়কের ১০৩তম জন্মদিনে তাঁর প্রতি রইল অন্তরের অন্তরস্থল হতে বিনম্র শ্রদ্ধা সম্মান ও গভীর ভালোবাসা।

লন্ডনে বঙ্গবন্ধুর একটি ভাষ্কর্য ঘিরে গড়ে উঠেছে বিদেশি বন্ধুদের অকৃত্রিম শ্রদ্ধা সম্মান আর ভালোবাসার মেলবন্ধন। সিডনি স্ট্রিট, পূর্ব লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটে স্থাপিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই নান্দনিক আবক্ষ  ভাষ্কর্যটি। ভারতীয় দু’জন শিল্পীর তৈরি পিতলের এই আবক্ষ ভাষ্কর্যটি স্থাপনের জন্য আবেদনের পর ২০১৪ সালের জুলাই মাসে লন্ডন টাওয়ার হ্যামলেটের কাউন্সিলের অনুমোদন পান প্রবাসি আওয়ামী লীগ নেতা আফসার খান সাদিক। পরবর্তিতে এর দুই বছর পর ১৭ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ  ভাষ্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত ও বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন। উদ্বোধনের সময় বিপুল সংখ্যক বিদেশি বন্ধু ও প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ব্রিটেনের মাটিতে বঙ্গবন্ধুর ভাষ্কর্য স্থাপন এটিই প্রথম। পূর্ব লন্ডনের সিডনি স্ট্রিট বাঙালি অধ্যুষিত এলাকা হলেও প্রতিদিনই বিপুল সংখ্যক লন্ডনের স্থানীয় বিদেশি বন্ধুরা সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা আসছেন বঙ্গবন্ধুর এই আবক্ষ  ভাষ্কর্যটি একপলক দেখার জন্য। সিডনি স্ট্রিটে এসে ভাষ্কর্যটি দেখে উৎসব-আনন্দে মেতে উঠছে, বিদেশি বন্ধুররা ভাষ্কর্যটির সামনে  দাঁড়িয়ে বিভিন্ন দেশের সংস্কৃতি অনুসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি “শ্রদ্ধা” সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন। প্রতিদিন বিপুল সংখ্যক বিদেশি বন্ধুদের উপস্থিতিতে আফসার খান সাদিকের বাগান বাড়িটি এখন মিনি জাদুঘরে পরিণত হয়েছে ও লন্ডনের ট্যুরিস্ট বাসগুলো পর্যটকদের নিয়ে এই স্থানে আসে। ২০১৮ সালে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু বিশ্বের সবচেয়ে অবহেলিত রোহিঙ্গা জাতিগোষ্ঠীর দুঃখ দুর্দশার চিত্র নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করতে বাংলাদেশ থেকে লন্ডনে যান। প্রদর্শনী চলাকালীন সময় ফোজিত শেখ বাবু সিডনি স্ট্রিটের বঙ্গবন্ধর ভাষ্কর্যটির সামনে দীর্ঘ সময় অতিবাহিত করেন। এসময় আবক্ষ  ভাষ্কর্যটি ঘিরে বিদেশি বন্ধুদের বঙ্গবন্ধুর প্রতি “শ্রদ্ধা” সম্মান আর ভালোবাসার বহিঃপ্রাশের ছবি তুলেন। দিনভর ভাষ্কর্যটির সামনে বিদেশি বন্ধুদের সঙ্গে উৎসব-আনন্দে সময় কাটান। আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু নিজেই ব্রিটেনের মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষ্কর্যটি  দেখে মুগ্ধ ও অভিভূত হন। ফোজিত শেখ বাবু সকলের প্রতি জোর দাবি জানান যে, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উদ্যোগে লন্ডনের মতো বিশ্বের সকল দেশে বঙ্গবন্ধু’র ভাষ্কর্য স্থাপন করা হোক। এর ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে এবং পুরো পৃথিবীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন জাতির কাছে সম্মান আর ভালোবাসার মানুষ হিসেবে অমর হয়ে থাকবেন।

ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী এটাই প্রথম নয়। দেশে ও দেশের বাইরে তিনি মোট ২৬টি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। ২০১৭ সালে ফ্রান্সের রাজধানীর প্যারিসে, বাংলাদেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের  হাতে নতুন বই তুলে দেয়ার ছবি নিয়ে শিক্ষায় সফলতামূলক আলোকচিত্র প্রদর্শনী “দুরন্ত শৈশবে বই আনন্দ” এর আয়োজন করেন। ২০১৮ সালে যুক্তরাজ্যের এজ হিল বিশ্ববিদ্যালয় ও লন্ডন শিল্পকলা একাডেমিতে বিশ্বের সবচেয়ে অবহেলিত রোহিঙ্গা জাতিগোষ্ঠীর দুঃখ দুর্দশার চিত্র নিয়ে আলোকচিত্র প্রদর্শনী “হু আর দ্য নিউ বুট পিপল” এর আয়োজন করেন। ২০১৯ সালে কানাডার বারলিংটোন ওন্টারিও হলিডে ইন হোটেল, স্ট্রিট টরন্টোর মেট্রো হল, টরেন্টো ডেনটোনিয়া পার্কে এবং সাডবারির এক বাগান বাড়িতে অনুষ্ঠিত বাংলাদেশে আশ্রয় নেয়া বিশ্বের সবচেয়ে অবহেলিত রোহিঙ্গা জাতিগোষ্ঠীর দুঃখ দুর্দশার চিত্র নিয়ে আলোকচিত্র প্রদর্শনী “হু আর দ্য নিউ বুট পিপল” এর আয়োজন করেন। ২০১৪ সালে শাহবাগ জাতীয় জাদুঘর পরিবেশ বিপর্যয় নিয়ে আলোকচিত্র প্রদর্শনী “স্টপ দ্য ক্লাইমেট চেঞ্জ” এর আয়োজন করেন । ২০১৫ ও ২০১৬ সালে শাহবাগ জাতীয় জাদুঘরের, রূপগঞ্জ মুজাম্মেল হক কলেজে ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে।

শীতলক্ষ্যা নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী “বাঁচাও নদী শীতলক্ষ্যা” এর আয়োজন করেন । ২০১৬ সালে ধানমন্ডি আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় বুড়িগঙ্গা নদীকে দখল-দূষণমুক্ত করার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী “বাঁচাও নদী বুড়িগঙ্গা” এর আয়োজন করেন । ২০১৬ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে শীতলক্ষ্যাকে দখলমুক্ত করার দাবিতে আলোকচিত্র মানববন্ধন “বাঁচাও নদী শীতলক্ষ্যা” এর আয়োজন করেন। ২০১৭ সালে ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়, ফ্রান্সের রাজধানী প্যারিসের সৌন্দর্য তুলে ধরে স্লাইড শো “প্যারিস কেন সুন্দর” এর আয়োজন করেন। ২০১৮ সালে রাজধানীর পান্থপথের প্ল্যানার্স টাওয়ারে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার চিত্র নিয়ে স্লাইড শো ও আলোচনা সভার আয়োজন করেন। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্কুল অব বিজনেস বিভাগে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার চিত্র নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও সেমিনার এর আয়োজন করেন। ২০২০ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইটভাটা শ্রমিকের সন্তানদের শিক্ষার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী “শিক্ষা চাই” এর আয়োজন করেন। ২০২১ সালে শাহাবাগ জাতীয় জাদুঘরের সামনে বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিভিন্ন দেশের ভাস্কর্যের ছবি নিয়ে আলোকচিত্র মানববন্ধন “ভাস্কর্য” এর আয়োজন করেন। ২০২১ সালে শাহাবাগ জাতীয় জাদুঘরের সামনে, ১৯৭৭ সালে বিমান বাহিনীর সদস্যদের গুম হত্যার প্রতিবাদে আলোকচিত্র মানববন্ধন এর আয়োজন করেন। ২০২১ সালে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের বিষাক্ত বর্জ্য নিঃসরণকারী কলকারখানায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর দাবিতে আলোকচিত্র প্রদর্শনী “সেভ দ্যা আর্থ” এর আয়োজন করেন । ২০২২ ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেয়ার ছবি নিয়ে শিক্ষায় সফলতামূলক আলোকচিত্র প্রদর্শনী “দূরন্ত শৈশব বই আনন্দ” এর আয়োজন করেন। ২০২২ ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” এর আয়োজন করেন । ২০২২ ঢাকা শাহাবাগে ভূমি উন্নয়নে ডিজিটাল সংস্কার থাকার পরেও ভূমি দস্যূদের হাত থেকে তিন ফসলি জমি রক্ষা করা যাচ্ছে না, এর প্রতিবাদে ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী “কৃষক বাঁচাও” এর আয়োজন করেন। ১৭ সেপ্টেম্বর, ২০২২ ইং রাজশাহী বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০২২ ইং রাজধানীর শিশু কল্যান পরিষদে বিশে^র বিভিন্ন দেশের নাগরিকদের দৃষ্টিতে মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের একটি ছবির ভালোবাসার চিত্র তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী “বঙ্গকন্যা” অনুষ্ঠিত হয়। ২০২৩ইং ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু পরিষদের ১৫ বছরের সাংগঠনিক কর্মকান্ডের ছবি নিয়ে সংগঠনের সাবেক সভাপতি প্রয়াত ডা. এস এ মালেকের “স্মৃতি” আলোকচিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়। ২০২৩ইং বাংলাদেশ জাতীয় জাদুঘর চত্বরে বঙ্গবন্ধু পরিষদের ১৫ বছরের সাংগঠনিক কর্মকান্ডের ছবি নিয়ে সংগঠনের সাবেক সভাপতি প্রয়াত ডা. এস এ মালেকের “স্মৃতি” আলোকচিত্র প্রর্দশনী ও বঙ্গবন্ধু পরিষদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর আয়োজনে বিশ^বিদ্যালয়ের বটতলা চত্বরে আগামী ১৭ মার্চ, ২০২৩ ইং শনিবার সকাল ৭:৩০ মিনিটে দুই দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” অনুষ্ঠিত হবে। এছাড়াও দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীটি নিয়মিত আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” প্রদর্শিত হবে।
প্রধান অতিথি : অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন  আহমেদ, ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
বিশেষ অতিথি: অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমী), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
বিশেষ অতিথি:  অধ্যাপক ডা. ছয়েফউদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
বিশেষ অতিথি:  অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষনা ও উন্নয়ন), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
বিশেষ অতিথি: অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
আলোকচিত্র শিল্পী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে