খোকার মতো দেশপ্রেমিক হওপথশিশুদের প্রতি লুনা

0
76

নিজস্ব প্রতিনিধিঃ জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট লায়ন নাজনীন সুলতানা লুনা বলেন, বঙ্গবন্ধুর জন্মের মধ্যদিয়ে এদেশের সৃষ্টি হয়েছিল। তিনি পথশিশুদের উদ্দেশ্য করে বলেন, খোকার মতো দেশপ্রেমিক হও। একদিন অনেক বড় কিছু হতে পারবে। টুঙ্গীপাড়ার সেই ছোট্ট খোকাটি বঙ্গবন্ধু থেকে বিশ্বন্ধুতে পরিণত হয়েছে। তিনি জাতির পিতা। তাকে ঘিরেই আজকের এই বাংলাদেশ। তিনি আজকের এই শুভক্ষনে জন্মগ্রহণ করেছিলেন বলেই আর তাঁর জীবনের প্রতিটি মুহুর্তে শিশুদের প্রতি অন্যরকম ভালোবাসা থাকার কারণে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি সুবিধাবঞ্চিত শিশুরাও দেশের মূল ধারা উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে পারবে।

রংধনু শিক্ষা সহায়ক কেন্দ্র কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ই মার্চ ২০২৩ মিরপুর-১৪ ইব্রাহিমপুর কচুক্ষেত রংধনু শিক্ষা সহায়ক কেন্দ্রে দিনব্যাপী শিশুদের নিয়ে নান আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব আনোয়ার পারভেজ স্বপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট লেখক ও গবেষক রবিউল মাশরাফী, লায়ন্স সালে আহমেদ, কবি ও সংস্কৃতিজন অধরা আলো, স্কুলের শিক্ষক শিরিন সুলতানা, নাকিবুল হাসান সাঈদ, খাদিজা আক্তার সহ প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের উপস্থিত নেতৃবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মধ্যহ্নভোজ ও কেক কেটে জাতীয় শিশু উৎসব পালন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে