উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন সম্মাননা ও আন্তর্জাতীক চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে সংবাদ সম্মেলন ।

0
56

নিজস্ব প্রতিনিধিঃ ২৭ শে ফেব্রুয়ারী রোজ  সোমবার সকাল ১১ ঘটিকায় ঢাকা রিপোর্টার ইউনিটিতে উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন সম্মাননা ও আন্তর্জাতীক চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে সংবাদ সম্মেলন । উক্ত সংবাদ সম্মেলনের  সভাপতিত্ব করেন  মোঃ আজহারুল ইসলাম  লেখক ও গবেষক। সাধারণ সম্পাদক  সুশান্ত   কুমার সাহা . প্রাক্তন অতিরিক্ত সচিব   কাজল মুখার্জি  সাংস্কৃতিক সম্পাদক। আরো ছিলেন সংগঠনের  নেতৃবৃন্দ। 

 মানিকগঞ্জের বগজুরী গ্রামের সন্তান ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের জনক, প্রথম বাঙ্গালী চলিচ্চিত্র নির্মাতা, প্রথম বিজ্ঞাপন চিত্র নির্মাতা এবং প্রথম রাজনৈতিক চিত্র নির্মাতা হীরালাল সেন আমাদের বাঙ্গালী জাতির অহংকার, আমাদের গর্ব। কিন্তু ভারত সরকার হীরালাল সেনের ১৫ বৎসর পরে চলচ্চিত্র নির্মাতা দাদাভাই ফালকে সাহেব কে প্রথম চলচ্চিত্র নির্মাতার মর্যাদা দিয়ে তার নামে ফিল্ম ইন্সটিটিউট প্রতিষ্ঠাসহ সম্মাননা চালু করেছেন। হীরালাল সেনের ভাগ্যে এরকম কিছুই জুটেনি। তাকে যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠত করার জন্য জাতীয় ভাবে কোন পদক্ষেপও গ্রহণ করা হয়নি । তাই তাকে যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠত করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে আমরা তার জন্মবার্ষিকী পালন ও তাঁর নামে সম্মাননা চালু করেছি। ইতি মধ্যে আমরা চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ও আমজাদ হোসেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফারুক এবং অভিনেত্রী সাবেত্রী চট্টোপাধ্যায় ও কবরী কে হীরালাল সেন সম্মাননায় ভূষিত করেছি। এ বছর আমরা আগামী ৫(পাঁচ) মার্চ বিকাল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমিতে হীরালাল সেন সম্মাননার আয়োজন করেছি। অভিনেতা ইলিয়াস কাঞ্চন, পরিচালক ছটকু আহমেদ, অভিনেত্রী মুনমুন সেন, শতাব্দী রায়, সুজাতা বেগম, এবং প্লে-ব্যাক সিঙ্গার সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন, ছায়াহাব ধামাল কে হীরালাল সেন সম্মানান ২০২৩ প্রদান করা হবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে,এম, খালিদ(এম,পি) উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি দান করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে