নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবন ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-পীড়নের বিরুদ্ধে এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবীতে আজ ২৫ ফেব্রুয়ারি-২০২৩ শনিবার, বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণের পাশে সিলেট বি.এম.এ ভবন থেকে শুরু হয়ে সিলেট সিটি পয়েন্ট পর্যন্ত গণ-পদযাত্রা করে সিলেট মহানগর গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। গণ-পদযাত্রা শেষে সিটি পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেন- বাংলাদেশে শুধু নেই আর নেই গণতন্ত্র নেই, সুশাসন নেই, সাম্য নেই, মানবিক মর্যাদা নেই, ভোট নেই, জীবনের নিরাপত্তা নেই। দুঃশাসন কায়েম করে সর্বত্র অরাজকতা সৃষ্টি করছে আওয়ামী লীগ সরকার। গণতন্ত্রকামী সব দল ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগের যে লড়াই শুরু করেছে তা শেষ না করে আমরা ঘরে ফিরবো না।
আরও বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য আবদুল হাসিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আবদুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার মোস্তফা কামাল।সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস পার্টির সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ আফজাল সাদিক ও সঞ্চালনা করেন সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক দিনাজুর রহমান মিনহাজ।