যে গাছের ছায়ায় বসে সাধনা করেছেন সেই গাছের গুড়িতেই সাধকের মুর্তি

0
77

নিজস্ব প্রতিনিধি: শৈল্পিকতার এক অপূর্ব নিদর্শন রাখলেন মিঠুন বিশ্বাস।গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার পাড়কোনার মহামানব গণেশ পাগল যে বটবৃক্ষের নিচে সাধন ভজন করে আদ্ধ্যাতিক শক্তির অধিকারী হয়েছেন সেই বটবৃক্ষের মূল/গুড়ির অংশ দিয়ে সুনিপুনভাবে গণেশ পাগলের কাঠের ভাষ্কর্য তৈরী করেছেন পাড়কোনা নিবাসী সুদক্ষ মেধাবী কারিকর মিঠুন বিশ্বাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে