কেন্দ্রীয় খেলাঘর আসরের ৪ দিন ব্যাপী শিশু কিশোর প্রশিক্ষন ক্যাম্প উপলক্ষে সাংবাদিক সম্মেলন।

0
156

নিজস্ব প্রতিনিধি: ১৩ ফেব্রুয়ারি সোমবার, সকাল সাড়ে এগারটা জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে কেন্দ্রীয় খেলাঘর আসরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশু বক্তা। লিখিত বক্তব্যে জানান আগামী ১৫ থেকে ১৮ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে জাতীয় শিশু কিশোর প্রশিক্ষণ ক্যাম্প।জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। ক্যাম্পটি খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ ক্যাম্পের আয়োজন প্রতি বছরই করে থাকে খেলাঘর। ক্যাম্পে সারা দেশের বিভিন্ন মহানগর জেলা ও উপজেলার শাখা আসরগুলোর প্রায় এক হাজার শিশু-কিশোর ও সংগঠক অংশ নেবেন। ভারতের সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসর, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য গঠিত কিশোর বাহিনী এবং আগরতলা ও নেপালের আরো দুটি শিশু সংগঠনও ক্যাম্পে আসবে।

খেলাঘর শিশু-কিশোরদের শরীর গঠনে খেলাধুলা ও শারীরিক ব্যায়াম এবং শিশুমনের সুকুমার বৃত্তিগুলোর বিকাশে সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করে।এবারের ক্যাম্পেও তাই রয়েছে, কুচকাওয়াজ, সম্মান প্রদর্শন (গার্ড অব অনার), আনন্দদায়ক শারীরিক কসরৎ, ডিসপ্লে, ভঙ্গিগীতি, ব্রতচারী-নৃত্য, ব্যায়াম, যোগব্যায়াম ও প্রাথমিক চিকিৎসা। রয়েছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাংগঠনিক প্রশিক্ষণও। দেশবরেণ্য প্রগতিশীল মেধাবী বুদ্ধিজীবীরা ক্যাম্পে অতিথি হয়ে আসবেন। শিশু-কিশোরদের দেশ ও দেশের মানুষকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে উৎসাহ দেবেন তারা।

শিশু-কিশোর ভাই-বোনদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, শিশুর হাসিতে উজ্জ্বল বাংলাদেশ গড়ে তুলতে এবং তাদের সচেতন, সুশৃঙ্খল ও সুন্দর জীবন গঠনের অন্তরায়গুলো থেকে মুক্ত রেখে গঠনমূলক সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৭০ বছর ধরে কাজ করে যাচ্ছে খেলাঘর।
জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প সফলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারকে চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, শ্যামল দত্ত ও ডা. আবু সাঈদকে কো-চেয়ারম্যান এবং সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু ও কেন্দ্রীয় সদস্য নীহার রঞ্জন সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে গঠিত ১০১ সদস্যের প্রস্তুতি পরিষদ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।
খেলাঘরের এ আয়োজনের উদ্দেশ্য, আগামী দিনের দেশ-জাতির কর্ণধার শিশু-কিশোর-কিশোরীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ সাধন।

খেলাঘর আন্দোলনের এসব মহৎ উদ্দেশ্য এবারের ক্যাম্পে প্রতিফলিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে