স্টাফ রিপোর্টঃ আজ ১১ ফেব্রুয়ারি-২০২৩, শনিবার বেলা ১১টায় বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান জননেতা মোঃ বাবুল সর্দার চাখারীর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতির বক্তব্যে বাবুল সর্দার চাখারী বলেন- ভোটাধিকার পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের কোন বিকল্প নেই। গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি গণতন্ত্র, গণতন্ত্রের জন্য লক্ষ-লক্ষ মানুষ জীবন বিলিয়ে দিয়েছে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে।
তিনি আরও বলেন- গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনে সোচ্চার থাকবে বাংলাদেশ পিপলস পার্টি। সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়নে সকল কর্মসূচীতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ পিপলস পার্টি।জরুরী সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আব্দুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার মোঃ আতিকুর রহমান, মাহবুবুর রহমান খোকন, কামাল আহমেদ, রানী শেখ, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম আশরাফ, শাহানী চৌধুরী রিম্পা, যুগ্ম মহাসচিব শাকিল আহমেদ রাজা, মোঃ রুহুল আমিন, মোঃ শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক রাসেল হাবিব, ইব্রাহীম খলিল, নুরুল ইসলাম চৌধুরী, সহঃ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল চাকলাদার, সহঃ শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক মোঃ লিটন আলী জোয়ার্দার সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।