0
79

ক্যাপিটাল ক্লাবের নির্বাচনে আবুল হোসেন সভাপতি,১০ জন বিজয়ী প্রার্থীর মধ্যে প্রথম ডা.সামসাদ চৌধুরী সোনালী

আসলাম ইকবালঃ দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিঃ নির্বাচন ২০২২-২৩ গুলশানস্থ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী ক্লাবের হলরুমে সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট পদে ৫৭০ জন ভোট প্রদান করেন। এতে আবুল হোসেন পেয়েছেন ৩৫৩ ভোট তার নিকটতম প্রার্থী শাখাওয়াত হোসেন শওকত পেয়েছেন ২১১ ভোট। পরিচালক পদে ৫৬৭ জন ভোট প্রদান করেন। এতে ১০ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ৪৩৫ ভোট পেয়ে প্রথম স্থান পান ডা. সামসাদ চৌধুরী সোনালী। ৪২৭ ভোট পেয়ে ২য় হয়েছেন মোহাম্মদ মাহবুব হাসান গুড্ডু, মীর জাকির হোসেন মানিক ৪১৭ ভোট পেয়ে ৩য় জয়েছেন, মোঃ সৈয়দ হাসান কানন-৪০০ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন। একে এম মাঈন উদ্দিন নুরি মিলকি-৩৮৮ ভোট, সাবেক পরিচালক এডমিন কামরুল হাসান হাননান-৩৭৪ ভোটে নির্বাচিত, দেলোয়ার এইচ. দুলাল-৩৬৭ ভোটে নির্বাচিত, ইঞ্জিঃ মোঃ কামরুজ্জামান ৩৫০ ভোটে নির্বাচিত, মাকসুদা খানম রিপা-২৯৫ ভোট পেয়ে ৯ম, কবীর হোসেন শান্ত-২৮৩ ভোট পেয়ে দশম স্থানে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেনের প্যানেল থেকে ৮ জন নির্বাচিত হয়ে সংখ্যা ঘরিষ্ঠতা পেয়েছ। অপর প্যানেল সাখাওয়াত হোসেন শওকত এর প্যানেল থেকে ২জন নির্বাচিত হয়েছেন। এবার মোট ভোটার ছিলো ৭৯৮, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-লে. কর্নেল আকরাম হোসেন। নির্বাচিত সকলের প্রতি রইর শুভ কামনা। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে