গণতন্ত্র ও প্রাণ প্রকৃতি ধ্বংস করছে দায়িত্বহীন সরকার- মোস্তফা মোহসীন মন্টু

0
53

স্টাফ রিপোর্টিঃ গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ সভায় গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু বলেন- চারদিকে এক বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করছে ক্ষমতা দখল করা গণবিরোধী সরকার। ঢাকার আশেপাশে সব নদীগুলো বিষাক্ত করে ফেলেছে। যেখানে গণতন্ত্র বিষাক্ত হয়ে যায় সেখানে সবকিছুই বিষাক্ত হয়ে যায়। গণতন্ত্র ও প্রাণ-প্রকৃতি ধ্বংস করছে দায়িত্বহীন সরকার।

আজ বিকাল ৪টায় গণফোরাম সভাপতির কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৪ঠা ফেব্রুয়ারি-২০২৩ গ্যাস-বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ-নির্দলীয় সরকারের দাবীতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি যৌথ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

যৌথ সভায় আলোচনা করে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আবদুল কাদের।

উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, সভাপতি পরিষদ সদস্য আতিকুর রহমান লিটন, বিলকিস খন্দকার, ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন চন্দ্রা প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে