মানিক মন্ডল,খুলানঃ ২৭ ও ২৮শে জানুয়ারি ২০২৩, তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার কর্তৃক প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ “Basic First Aid Training” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। স্বতঃফুর্ত অংশগ্রহনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কলাকৌশল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করে আগত প্রশিক্ষণার্থীরা। গোটা প্রশিক্ষণে বিশেষভাবে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট। এ আয়োজনে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ুথ চেম্বারের সাংগঠনিক সম্পাদক জনাব তরিকুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত আলোচকদের স্ববিস্তার আলোচনা ও প্রশিক্ষণকে জনকল্যানে কাজে লাগাবেন বলে জানান আগত প্রশিক্ষণার্থীরা।
বাড়ি শিক্ষা ও সংস্কৃতি তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার কর্তৃক প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ