মাননীয় প্রধানমন্ত্রী সফর উপলক্ষ্যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী নিয়ে “এসএসএফ” ডিউটি করায় আমার বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের সুবিচার পাওয়ার আবেদন

0
290

রুপসীবাংলা ৭১

নিজস্ব প্রতিনিধিঃমাননীয় প্রধানমন্ত্রী  সফর  উপলক্ষ্যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী নিয়ে “এসএসএফ” ডিউটি করায় আমার বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের সুবিচার পাওয়ার আবেদন ।যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জীপ গাড়ী “চালক” পদে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি অন্য আপনার বরাবরে এই মর্মে সুবিচার পাওয়ার জন্য আবেদন করিতেছি যে,

বিগত ০৭/১২/২০২২ইং তারিখে কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে “এসএসএফ” এর ডিউটিতে সরকারী জীপ গাড়ী নিয়ে চালককে যোগদান করার জন্য কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় বরাবরে এক নোটিশ আদেশ প্রেরণ করেন। প্রেরিত নোটিশের স্মারক নং-০৫.২০.২২00.108.08.02822- ১০৩৩। আমাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় কর্তৃক আদেশের অনুবলে গাড়ী নিয়ে কক্সবাজারে আসতে বলেন। কিন্তু আমি উক্ত গাড়ী নিয়ে কক্সবাজার আসলেও আমাকে তাড়াহুড়া করে গাড়ীর ত্রুটি দেখিয়ে পেকুয়ায় চলে আসতে বলেন। আমি উক্ত গাড়ীটির ত্রুটি না দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ডিউটি বিগত ৩০/১১/২০১২ইং তারিখ হইতে ০৮/১২/২০২২ইং তারিখ পর্যন্ত দায়িত্ব সম্পন্ন করি।

এরই ধারাবাহিকতায় উক্ত কর্মকর্তা মহোদয় কর্তৃক আমার উপর ক্ষিপ্ত হইয়া সে থেকে অদ্যবধি পর্যন্ত নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং আমি মনানীয় প্রধানমন্ত্রীর সফরের ডিউটি শেষ করার আগেই আমার বিরুদ্ধে গত ০৪/১২/২০২২ইং তারিখে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমাকে চাকুরী থেকে অব্যাহতি ও হয়রানিমূলক ব্যবস্থায় বিভিন্ন তদবির চালিয়ে যাচ্ছে। উক্ত অফিসে আর যেন ডিউটি না করতে পারি, সে জন্য নোটিশের আদেশ প্রদান করে। আমি জানতে পারিলাম যে, আমার কর্মস্থলে উক্ত কর্মকর্তা মহোদয়ের একজন অতি নিকটতম আত্মীয় মোঃ ওবাইদুল হাকিম নামক এক ব্যক্তিকে নিজস্ব ক্ষমতাবলে সিকিউরিটি গার্ডের বিপরীতে নিয়োগ প্রদান করেন এবং তাহাকে আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আদেশ প্রদান করেন।

আরো উল্লেখ থাকে যে, অফিসের গাড়ীটি উক্ত কর্মকর্তা মহোদয়ের গ্রামের বাড়ি কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলা হওয়ার সুবাধে প্রতিদিন নিজ বাড়িতে নিয়ে যায়। সরকারী গাড়ীটির জন্য আমি একজন চালক হিসেবে সরকারী নিয়োগকৃত হওয়ার পরও আমাকে গাড়ী থেকে নামিয়ে দিয়ে। উক্ত কর্মকর্তা মহোদয় নিজে গাড়ী চালিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যায়। যার ফলশ্রুতিতে আমার পক্ষে গাড়ীটির রক্ষণাবেক্ষণ করতে বিঘ্ন ঘটে। উক্ত কর্মকর্তা মহোদয়ের কাছে আমার একমাত্র অপরাধ ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সফর উপলক্ষ্যে গাড়ী নিয়ে (এসএসএফ) এর ডিউটি করায় আমার উপর ক্ষিপ্ত হয়। তাই আমি সুষ্ঠু ন্যায় বিচার পাওয়ার জন্য মহোদয়ের নিকট শরনাপন্ন হইলাম।অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন যে, উপরোক্ত বিষয়ের আলোকে সরেজমিনে তদন্ত পূর্ব ন্যায় বিচার পাওয়ার জন্য মহোদয়ের সদয় মর্জি হয় ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে