থার্টি ফাস্টের আনন্দের টাকা দিয়ে গরীব মানুষের খাদ্য সহয়তা

0
54

মানিক মন্ডল,খুলনাঃ ২ জানুয়ারি ২০২৩ Zamzam IHT, MATS & nursing College শিক্ষার্থীরা রুপাতলী এলাকার গরিব মানুষদের খাবার বিতরণ করে।নতুন বছরে স্ব-প্রনোদিত হয়ে গরিব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে জমজমের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেল, তারা থার্টি ফার্স্ট নাইট পার্টি করার জন্য আলোচনা করছিল। তাদের মধ্যে একজন তখন সবাইকে বলল, আমরাতো প্রতিবছরই থার্টি ফার্স্ট নাইটের জন্য বাজি ও নানান খাবার খেয়ে থাকি কিন্তু এই বছর সেই টাকাগুলো দিয়ে আমরা গরীব মানুষদের সাহায্য করি সেখান থেকেই তাদের এই উদ্যোগটি নেয়া। তাদের সাথে কথা বলে আরো জানা যায় তারা সবাই মিলে প্রতিবছর চেষ্টা করবে গরিব মানুষের পাশে দাঁড়ানোর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে