নর্দান ইউনিভার্সিটি, খুলনা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যৌথ  উদ্যোগে সেমিনার  আয়োজন 

0
48

নিজস্ব প্রতিবেদকঃবুধবার সকালে নর্দান ইউনিভার্সিটি, খুলনা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সেমিনার  আয়োজন করা হয়।সেমিনারে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির  প্রিন্সিপাল ড.অভিজিৎ কার এবং নর্দান ইউনিভার্সিটির,খুলনার  প্রো-ভাইস চ্যান্সেলর  প্রফেসর ডঃ এ টি এম জাহিরউদ্দিন এছাড়াও সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা। 

সেমিনারে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির  প্রিন্সিপাল ড.  অভিজিৎ কার  আলোচনা করেন পিএনপি কি ? পিএনপি  কোর্স আমাদের কেন করা প্রয়োজন ? এবং পুরো বিশ্বে পিএনপি কোর্সের মূল্য কতটা রয়েছে ?সর্বশেষে  নর্দান ইউনিভার্সিটির  প্রো-ভাইস চ্যান্সেলর  প্রফেসর ডঃ এ টি এম জাহিরউদ্দিন তাঁর বক্তব্য রেখে সেমিনারটি শেষ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে