নিজস্ব প্রতিনিধিঃ উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা এমপি টানা দশম বার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক ও সেতুমন্ত্রী, জননেতা ওবায়দুল কাদের এমপি টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক তাঁদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা নতুন কমিটির প্রেসিডিয়াম, সম্পাদকমন্ডলী ও সদস্যবৃন্দকেও অভিনন্দন জানিয়ে প্রত্যাশা করেন, নতুন নেতৃত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে টানা চতুর্থবারের মতো বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সেইসাথে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, আওয়ামী লীগ যেমন করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশও শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়িত হবে এবং এভাবে তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করবেন।