২৩, ২৪, ২৫ ডিসেম্বর “ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২” অনুষ্ঠান,

0
76

রুপসীবাংলা ৭১

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৩, ২৪, ২৫ ডিসেম্বর, ২০২২, ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে ”ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২”। তিনদিন ব্যাপি এই কার্নিভালের যৈাথ আয়োজক হিসেবে রয়েছে প্রবাসী বাংলাদেশীদের একটি সংগঠন “এসোসিয়েশন অফ ওয়াল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ এবং ইন্টারকসমিক ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল সোসাইটি

শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন তিনি এই কথা বলেন।স্পনসরশীপ কমিটি, ডিরেক্টর -মিউট কনসার্টিয়াম এর চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী কাদের পিংকি বলেন, ২৩, ২৪, ২৫ ডিসেম্বর, ২০২২, ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে ”ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২”। তিনদিন ব্যাপি এই কার্নিভালের যৈাথ আয়োজক হিসেবে রয়েছে প্রবাসী বাংলাদেশীদের একটি সংগঠন “এসোসিয়েশন অফ ওয়াল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ এবং ইন্টারকসমিক ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল সোসাইটি । যারা দেশের প্রতি ভালোবাসা থেকে দেশ ও জাতির মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে প্রোগ্রামটির সহযোগী আয়োজক হিসেবে কাজ করছেন

তিনি বলেন প্রোগ্রামটির সহযোগী আয়োজক হিসেবে রয়েছে হ্যাভেন ট্যুরস এন্ড রিসোর্ট লি: এবং মিউট কনসর্টিয়াম। “ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২”-এর ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছে, রোটারেক্ট এলামনাই অফ বাংলাদেশ। চিত্রাঙকন প্রতিযোগীতার অনলাইন এক্সিবিশন পার্টনার হিসেবে রয়েছে আরোবি।তিনি আরো বলেন,কার্নিভালটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা দেশের মানুষের সাথে কাজ করার নতুন উদ্যম ও সম্ভবনা খুঁজে পাবে। বাংলাদেশের সাথে বিশ্বের বাজার তৈরীতে অবদান রাখবে, অর্থনীতি ও সামাজিক প্রক্ষাপটে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। এছাড়াও বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবী, যুবসংগঠন, শিল্পি, সাংবাদিকদের ১১৭ সদস্যেও একটি দল “ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২” -টি সফল করতে কাজ করছেন। ২৩ শে ডিসেম্বর, ২০২২ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১০টা হতে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে এবং একই দিনে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ছবি আঁকার প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে ।

২৪ শে ডিসেম্বর, ২০২২ ইং(শনিবার) রাজধানীর অভিজাত হোটেল পূর্বাণী ইন্টারনেশনাল- মিলনায়তনে দিনব্যাপী কার্নিভালে কনফারেন্স, এক্সিবিশন, কালচারাল প্রোগ্রাম,সেশন,জব ফেয়ার, সম্মাননা প্রদান, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আকর্ষনীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ২৫ শে ডিসেম্বর, ২০২২ ইং (রবিবার) হ্যাভেন রিসোর্ট নড়াইল-এ ভ্রমন, টুনামেন্ট,নৌকা ভ্রমন, পিঠা উৎসব ।উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন,স্পনসরশীপ কমিটি, ডিরেক্টর -মিউট কনসার্টিয়াম এর চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী কাদের পিংকি ,মোঃ আমিনুল ইসলাম চৌধুরী (আদিল)- মুনেরা সুলতানা- মোখলেসুন রহমান. এস.এম. ময়জউদ্দিন (চুনি). মাসুদ পেনভেস-মোঃ বিন কাশেম খোকন,মোঃ আব্দুল লতিফ,সহ অন্যান্য নেতৃবৃন্দ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে