জাতির পিতার প্রতিকৃতিতে বঙ্গবন্ধু পরিষদের নতুন সভাপতির শ্রদ্ধা অর্পণ

0
46

স্টাফ রিপোর্টঃ ঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার গ্রহণ করায় বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ২২ ডিসেম্বর সকাল ১১ টায় এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, প্রেসিডিয়াম সদস্য ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাল্টু, রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম পিপি, এস এম লুৎফর রহমান, অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজল দত্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সম্পাদক শাখাওয়াৎ ইসলাম ভূঞা খোকন, কার্যনির্বাহী সদস্য মিজান ইবনে হোসেন, আনন্দ কুমার সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন খান প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু পরিষদ জাতির প্রাণভোমরা হিসেবে কাজ করে। মানুষ মরণশীল। আমাদের শ্রদ্ধেয় প্রয়াত সভাপতি ডা. এস এ মালেকের শূন্য স্থান পূরণ হবার নয়। তিনি দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক আ ব ম ফারুক বলেন, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যার অত্যন্ত দুঃসময়ে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির নেতৃত্ব দিয়েছেন সফলতার সাথে। তিনি একজন সৎ, পরীক্ষিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে সকলের সুনাম কুঁড়িয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও তার সফলতা রয়েছে। এমন একজন প্রতিথযশা বুদ্ধিজীবী বঙ্গবন্ধু পরিষদের হাল ধরায় আমরা গর্বিত। তিনি নতুন সভাপতি (ভারপ্রাপ্ত) সফলতা কামনা করেন।
ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিগত ৪ দশক ধরে ডা. এস এ মালেক যেভাবে বঙ্গবন্ধু পরিষদকে দেশে বিদেশে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন, তিনি আশাবাদ ব্যক্ত করেন নতুন সভাপতি (ভারপ্রাপ্ত) তাঁর দায়িত্ব পালনে সেই ধারাকে সমুন্নত রাখবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে