আওয়ামী লীগ এলাকা খালি করে সম্মেলনে আসবে না

0
94

নিজস্ব প্রতিবেদকআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের জাতীয় সম্মেলনে বিপুলসংখ্যক নেতা–কর্মী এখানে (ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে) আসবে। তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল ঢাকায় আমাদের সম্মেলন। এখানে তাদের (বিএনপি) কর্মসূচি যদিও তারা পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে, কিন্তু আগামীকাল সারা দেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম উপলক্ষে তারা অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল করতে চায়। অলরেডি তারা গাড়ি ভাঙচুর শুরু করেছে। মফস্বলে ভাঙচুর, অগ্নিসংযোগ—এ ধরনের প্রোগ্রাম রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় বিএনপির কর্মসূচিকে ইঙ্গিত করেই তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের সম্মেলনে বিপুলসংখ্যক নেতা-কর্মী আসবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। যাঁরা বাইরে থাকবেন, তাঁদের ওই ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকতে হবে।

সব মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে। তারা (বিএনপি) এই শূন্যতা মনে করে আঘাত হানবে। কাজেই কোথাও শূন্যতা থাকবে না।দেশে বিএনপির নেতৃত্বে তাণ্ডব চলছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানোর সাহস তাদের নেই। কাজেই তারা আন্দোলন, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে