রুপসীবাংলা ৭১
নিজস্ব প্রতিনিধিঃদুর্নীতি, দুঃশাসন হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল ২১ ডিসেম্বর বুধবার-২২, সকাল ১১ টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হল চত্বরে গাইবান্ধা জেলা গণফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ। প্রধাণ বক্তা গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিশেষ অতিথি গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের সহ গাইবান্ধা জেলা গণফোরাম, ছাত্র ফোরাম, যুব ফোরাম ও মহিলা ফোরামের নেতৃবৃন্দ।সম্মেলনে আলহাজ্ব মির্জা হাসানকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।