পদ্মা সেতুতে মোটর সাইকেল চালুর লক্ষ্যে রিট করলেন বাংলাদেশ রিপালিকান পার্টির প্রেসিডেন্ট কে.এম আবু হানিফ হৃদয়

0
68

স্টাফ রিকেপার্টঃপদ্ম সেতু বাংলাদেশের গর্ব এবং বিশ্বের বিস্ময়।নানা জল্পনা-কল্পনার পেড়িয়ে অবশেষ বাস্তবায়িত হলো স্বপ্নের পদ্মা সেতু থেকে বাস্তবের পদ্মা সেতু। গত ২৫ শে জুন বঙ্গকন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাচিনার উদ্বোধনের মধ্য দিয়ে জনসাধারনের চলাচরে জন্য দ্বার উন্মোচনের মধ্য দিয়ে দেশের দক্ষিনাঞ্চলে ২১টি জেলার সাথে রাজধানী সহ দেশের সকল প্রান্তে চলাচলের পথ সুগম হলো।দ্বার উন্মোচন হলে সকল যানবাহনের সাথ মাটর সাইকেলও চালু হয়,কিন্তু ২৬জুন পদ্মা সেতুতে এক মোটর সাইকেল দুর্ঘটনার কারনে পদ্মা সেতুতে মটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন কতৃপক্ষ।
২৬জুন থেকে অদ্যবাধি পদ্মা সেতু দিয়ে মটর সাইকেল চালু না হওয়ায় জনস্বার্থে ১২ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ হাইকোর্ট বিভাগে পদ্মা সেতু দিয়ে মটর সাইকেল চলাচল করার লক্ষ্যে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট কে.এম আবু হানিফ হৃদয় একটি রীট পিটিশন দাখিল করেন। দাখিলকৃত রিট পিটিশন নম্বর-১৫৭৫৬। মামলার পক্ষে শুনানি করবেন এডভোকেট ইয়ারল ইসলাম, বাংলাদশ সুপ্রম কোট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে