সীমা দত্তের স্বরচিত কবিতা-শূন্য

0
129

শূন্য

সীমা দত্ত

আমার বলে সত্যিই কি কিছু আছে?
একদিন তো সব কিছু ছেড়ে,যেতেই হবে সকলকে
ঐ মৃত্যুর কাছে।
আমার স্বামী,আমার সন্তান,বাড়ি,গাড়ি সব
আমার-কি লাভ হবে বলো আমার আমার করে?
বরং প্রতিটি মুহূর্ত বাঁচো শুধু-প্রাণটা ভরে।
কিছুই যাবে না কারো সাথে
যেতে হবে শূন্য-হাতে,
থাকবে শুধু আমাদের কর্মফল,
তাই শত সু কর্ম করে যাও
যাতে তুমি স্মরণীয় হয়ে থাকো সকলের মাঝে
হয়েও জীবন নিশ্চল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে