অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পায়তারা রুখে দারানোর এখনই সময়’ শীর্ষক এক আলোচনাসভা

0
49

স্টাফ রিপোর্টঃ বিএনপি জোটের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ‘অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পায়তারা রুখে দারানোর এখনই সময়’ শীর্ষক এক আলোচনাসভা

সম্প্রতি বিএনপি জোটের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ‘অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পায়তারা রুখে দারানোর এখনই সময়’ শীর্ষক এক আলোচনাসভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ বিভাগের লেকচার থিয়েটার হল মোকারম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এর সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ বিভাগের সাবেক ডীন অধ্যাপক আ ব ম ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক ড. জিয়া রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ডীন অধ্যাপক ড. জীতেস চন্দ্র বাকছার, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম পিপি, ড. লিয়াকত হোসেন মোড়ল, এস এম লুৎফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ সাহেদ ইমরান, বঙ্গবন্ধু পরিষদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী, উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বিশ্ব মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মহামারী করোনার মরন থাবা যখন বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে, তখনও আমাদের অর্থনীতি বেশ মজমুত ও শক্তিশালী। বিএনপি জামায়াত জোট মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে। বঙ্গবন্ধু পরিষদ আগামীতে এই সমস্ত মিথ্যাচারের জবাব দিয়ে দেশ ও জাতিকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে কাজ করে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশকে বার বার পরাজিত করছে। ৭১ ও ৭৫’র পরাজিত শক্তি এদেশের রাজনীতিতে কলুষিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিানর নেতৃত্বে দেশ যখন মধ্যম আয়ের দেশে রূপান্তিত হচ্ছে, দেশের সুশাসন মানবাধিকার নিশ্চিত হচ্ছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যখন উজ্জল হচ্ছে, দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মুল হয়েছে, ঠিক তখনই এদেশ নিয়ে বিএনপি জামায়াত জোট ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই অপশক্তি অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। এই অপশক্তিকে রুখে দেয়ার সময় এখনই।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. কামরুল হাসান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবিক মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে বার বার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই আসুন বিএনপি জামায়াত জোটের অপপ্রচার ও ষড়যন্ত্র রুখেদিয়ে আগামীতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বিজয় সুনিশ্চিত করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে