লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর স্বরচিত কবিতা দুর্ভিক্ষের অবসান

0
98

দুর্ভিক্ষের অবসান
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দুর্ভিক্ষের অবসান চান
লাঙ্গল নিয়ে মাঠে যান,
পতিত জমি করলে চাষ
সুখের হবে বসবাস।

কৃষক যদি হয় ক্লান্ত
দুনিয়া হবে অশান্ত,
বীজ সার সেচ যত্ন
চাষে মিলে ফলে রত্ন।

কৃষক কৃষির উন্নয়ন
সরস মাটিতে অধিক ফলন,
খাদ্য শস্যের উৎপাদন
সুখ শান্তি নিরাপদ জীবন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে