রুপসীবাংলা৭১
নিজস্ব প্রতিনিধিঃ ১৪ নভেম্বর ২০২২ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ২২/১ তোপখানা রোড ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান, মোস্তফা আলমগীর রতন, সেলিম আহমেদ, আনোয়ার হোসেন, হাজী বাহাউদ্দিন নোবেল, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন ফারুক, মোঃ আজাদ, জনাব নবাব প্রমুখ কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আবুল হোসাইন বলেন শ্রমিক ঐক্যই একমাত্র দাবী আদায়ের পথ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবী আদায় করব। অভিলম্বে নো পার্কিং আইন রহিত করার আহ্বান জানান। গাড়ী আমদানী করতে দিবেন, চালানোর লাইসেন্স দিবেন, রোড পারমিট দিবেন অথচ গাড়ী পার্কিং করতে দিবেন না তা কি করে হয়। অভিলম্বে ডোপ টেস্ট, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য সকল সমস্যা ও হয়রানি দ্রুত সমাধানের আহ্বান জানান। রাস্তায় রাস্তায় গাড়ী থামিয়ে নানা প্রকার পুলিশি মামলা জরিমানা অভিলম্বে বন্ধ করতে হবে।
সভায় শক্তিশালী ঐক্যবদ্ধ সংগঠনের উপর গুরুত্বদিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন দেশের প্রতিটি জেলায় উপজেলায় আমাদের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার আহ্বান জানান। ইতিপূর্বে বিআরটিএ দাখিলকৃত ৯ দফা দাবী বাস্তবায়ন করার আহ্বান জানান। অন্যথায় শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে।