কমরেড জহুরুল হকের ভাই আনোয়ার হোসেন-এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

0
89

রুপসীবাংলা৭১

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় অফিস শাখার সম্পাদক কমরেড জহুরুল হকের চাচাতো ভাই আনোয়ার হোসেন গতকাল ০৯ নভেম্বর রাত ৩টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার খালিশাকেন্দা গ্রামে নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ সকাল ৯টায় গ্রামের মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এসময় স্থানীয়

গণমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে