রুপসীবাংলা ৭১
সিডব্লিউসিএস এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ২৩ অক্টোবর, ২০২২ রবিবার সকাল ১১ঘটিকায় নারী অভিবাসী শ্রমিকের অধিকার বিষয়ক সংবাদ সম্মেলন সংগঠিত হয়।নারী অভিবাসী শ্রমিকের অধিকার বিষয়ক প্রেজেন্টেশন যৌথভাবে প্রস্তুত করেন সিডব্লিউসিএস ও অভিবাসী কর্মী কল্যাণ ফাউন্ডেশন (ওকাফ) এর চেয়ারম্যান সৈয়দ মাহবুব এলাহি।নারী অভিবাসী শ্রমিকের অধিকার বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সৈয়দ মাহবুব এলাহি।
প্রেজেন্টেশনে ডেয়ারম্যান সৈয়দ মাহবুব এলাহি উপস্থাপন করেন, বিএমইটি স্ট্যাস্টিটিক ডাটা অনুযায়ী, ১৯৯১ সাল থেকে ২০২২ এর সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ৮৬ হাজার ২৫০ জন নারী অভিবাসন করেছেন। জানুয়ারি -সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ৮৫,৭৯৪ জন নারী অভিবাসন করেছেন।জানুয়ারি- অক্টোবর ২০২২ পর্যন্ত আমরা মিডিয়া স্ক্যানে উঠে এসেছে বিদেশ ফেরত নারী অভিবাসীদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ, নারী অভিবাসন বিষয়ে সংবাদ মাধ্যমের প্রচার, নারী অভিবাসী সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, বিদেশ ফেরত নারী অভিবাসীর অবস্থা, কোভিড ১৯ এর প্রভাব, কোভিড-১৯ এর প্রভাব ফলে নেয়া উদ্যোগ, নারী অভিবাসীর জন্য ন্যায় বিচারের আহ্বান, গন্তব্য দেশে নারী অভিবাসীদের হয়রানি ও নির্যাতন, ইতিবাচক মিডিয়া রিপোর্টিং ইত্যাদি।
পরিশেষে, তিনি বাংলাদেশী মহিলা শ্রমিকদের নিরাপদ অভিবাসনের জন্য সংবাদ মাধ্যমকে নারী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও অবদান তুলে ধরার আবেদন জানান। তিনি আরও উল্লেখ করেন যে নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসনে সরকারের সকল সংস্থা, আইএনজিও, এনজিও ও সিবিওদের কার্যক্রম ও সেবা-পরিষেবা তুলে ধরার জন্য যা নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসন সহজ ও সমর্থক করবে, সর্বোপরি একজন নারী শ্রমিকের অভিবাসনকে করে তুলবে সার্থক ও সফল।
সুপারিশ:
১. ইতিবাচক শব্দচয়ন
২. অভিবাসীদের মর্যাদাকে সম্মান করা
৩. ঘণা এবং অপমানজনক শব্দ এড়িয়ে চলা
৪. নির্ভরযোগ্য সূত্রের সাথে যোগাযোগ স্থাপন ৫. ইতিবাচক ও নেতিবাচক সংবাদ প্রচারের ভারসাম্য বজায় রাখা
৬. সাক্ষ্য প্রমাণ ভিত্তিক রিপোর্ট প্রচার করা