গাইবান্ধার উপ-নির্বাচন ইসির অসহায়ত্বের প্রমান : বাংলাদেশ ন্যাপ

0
64

রুপসীবাংলা ৭১

গাইবান্ধার উপ-নির্বাচন নির্বাচন কমিশনের (ইসি) অসহায়ত্বেরই প্রমান বহন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শনিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

তারা বলেন, নির্বাচন নিয়ে সীমাহীন অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে ইসি। অথচ রিটার্নিং অফিসার নির্বাচন বন্ধ করার কথা থাকলেও তারা তা করে না্ই। এর মাধ্যমে প্রমানিত হয় নির্বাচন কমিশনের নির্দেশ ডিসি-এসপিরা মানছে না। ফলে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি আগামী নির্বাচন আদৌ সফল করতে পারবেন বর্তমান কমিশন।

নেতৃদ্বয় বলেন, একটি আসনে (গাইবান্ধা-৫) সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ নির্বাচন কমিশনের পক্ষে দলীয় সরকারের অধীনে ৩০০ আসনে সুষ্ঠু নির্বাচন করা কীভাবে সম্ভব? একটি আসনে উপ-নির্বাচন করতে গিয়ে ৫১টি ভোট কেন্দ্রের ভোট বন্ধের মাধ্যমে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন আদৌ সম্ভব নয়।

তারা আরও বলেন, সিসি ক্যামেরায় ইসি অনিয়ম দেখলেও প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, পরিবেশ সুষ্ঠু ছিল। অন্যদিকে সাদা কাগজে লিখিত দিচ্ছেন প্রিসাডিং কর্মকর্তারা। এর মাধ্যমে প্রশাসন আসলে জাতির সামনে কি বার্তা প্রদান করছেন ? তাহলে কি প্রশাসন ইসির এখতিয়ারকেই চ্যাণেঞ্জ করছেন ?

নেতৃদ্বয় বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের প্রত্যাশা হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৫১টি কেন্দ্র বন্ধের মাধ্যমে জনমনে সন্দেহ দেখা দিয়েছে আসলেই কি তাদের প্রত্যাশা পূরন হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে