রুপসীবাংলা৭১
৭ সেপ্টেম্বর ২০২২রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতার স্বপক্ষের ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল প্রবীণ ও কর্মাহত (কর্মকালীন যারা পঙ্গুত্ববরণ করেছেন) সাংবাদিকদের নিয়ে ২০২০ সালের ২৫ জানুয়ারি প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’ সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য গঠন করা হয়। এ লক্ষ্যে মহান স্বানীনতার রজতজয়ন্তী ও মুজিব শতবর্ষ জাতীসহ জাতীয় নিবস উপলক্ষে “প্রবীণ বার্তা” নামে স্মরণিকা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
“বেঁচে থাকলে আপনিও একদিন প্রবীণ হবেন এবং একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না”- চিরদিন মানুষ শিশু আর যুবক থাকে না। বেঁচে থাকলে তাকেও একদিন প্রবাশের পাতায় নাম লেখাতে হয়। যিনি প্রবীণ তিনি একদিকে রোগাক্রান্ত আরেক দিকে বার্ধক্যের ভারে নারু। অনেকের সন্তানরা দেখা শুনা করেন, কেউবা করে না। অনেকের সন্তান নাই। তিনি না পারছেন আশ্রয়কেন্দ্রে যেতে না পারছেন নিজের ঘরে থাকতে। দিন কাটছে মানবেতর, কারো কাছে বলতেও পারছেন না। জাতীয় প্রেসক্লাবে সারাজীবন কাটিয়েও আজ অর্থের। অভাবে অনেক সাংবাদিক ক্লাবে আসতে পারছেন না। সারাজীবন লেখনির মাধ্যমে সেবা বিলিয়ে দিয়েছেন আজ তার জন্য সেবা নেই।
জাতীয় সংসদে উত্থাপিত “গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন ২০২২-এ যে কটি ধারা সংযোজন করা হয়েছে তার কোনো ধারায়ই প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের বিষয়টি উল্লেখ নেই। চাকরি শুরু ১৮ বছর বয়সে চাকরি শেষ করে, চাকরিশেষে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো পেনশন/অবসর ভাতা দিচ্ছে। বৃদ্ধ বয়সে আরামে আয়াশে তাদের জীবন কাটছে, কিন্তু সাংবাদিকদের? “গণমাধ্যমকর্মী আইন-২০২২” এর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে ‘প্রবীন ও কর্মাহত সাংবাদিকদের সম্মানজনক মাসিক ভাতার বিষয়টি।
সমাজের বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণীজ্ঞার যখন তাদের মতামত তুলে ধরেন তখন সাংবাদিকদের বলা হয়- “রাষ্ট্রের চতুর্থ জ্ঞ, সমাজের দর্পণ, ইত্যাদি…। এই সাংবাদিকদের ৬০ বছর চাকরিসীমা পার হওয়ার আগাই খালি হাতে অফিস থেকে বের করে দিচ্ছেন বৃদ্ধ বয়সে মামলা করেও টাকা পাচ্ছেন না, যখন অর্থের অভাবে, বিনা চিকিৎসায় ঝুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তখন কেউ ধোঁয়াও নিচ্ছেন না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। সম্মানজনক মাসিক ভাতার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত “গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন ২০২২-এ যাতে উল্লেখ করা হয় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত সহযোগিতা কামনা করছি। বিষয়টি বিবেচিত হলে আমরা মানষিকভাবে স্বস্তি ও বেঁচে থাকার প্রেরণা পেতে পারি ।
আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বলি
জাতীয় সংসদে উত্থাপিত “গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন ২০২২-এ উল্লেখিত ধারায়
১. সম্মানজনক মাসিক ভাতার বিষয়টি উল্লেখ করতে হবে।
২. চাকরির বয়সসীমা উল্লেখ করতে হবে।
৩. প্রবীণ ও কর্মাহতরা কোনো অভিযোগ দিলে তা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ৪. সাংবাদিকদের স্বার্থবিরোধী সকল ধারা বাতিল করতে হবে।