৩ সেপ্টেম্বর ২০২২ইং রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হল এ, হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২১ দ্রুত বাস্তবায়ন ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখার কারণে গ্রেফতার-মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির উদ্যোগে ডা. মোঃ সাখাওয়াত ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ডা. শেখ মোঃ ইফতেখার উদ্দিন।
সংবাদ সম্মেলনে হোমিওপ্যাতিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির আহবায়ক ডা. সাখাওয়াত ইসলাম ভূঞা বলেন সারা দেশে পাঁচ লক্ষাধিক চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী ও ছাত্র ছাত্রীগণ আজ ঐক্যবদ্ধ। অনতিবিলম্বে চিকিৎসা শিক্ষা আইন ২০২১ বাস্তবায়ন ও চিকিৎসকদের হয়রানী বন্ধ না হলে আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আমাদের দাবী বাস্তবায়নে বিনীত আহবান জানাচ্ছি। আমরা আশা করছি দ্রুত এই আইন বাস্তবায়ন ও চিকিৎসকদের হয়রানী বন্ধে পদক্ষেপ গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন- বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আশীষ শংকর নিয়োগী,
ডা. মোঃ জাহাঙ্গীর আলম, রেজিষ্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, অধ্যাপক ডা. মোঃ কামারুজ্জামান, সভাপতি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি বাংলাদেশ, হোমিওপ্যাথি বোর্ড সদস্য ডা. আব্দুর রাজ্জাক তালুকদার ও ডা. কায়েম উদ্দিন এবং সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ, ডা. অসীম কৃষ্ণ চৌধুরী, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এ বি এম বজলুল হাসান ও সহযোগী অধ্যাপক ডা. বিপ্লব কুমার মিত্র ।বাংলাদেশ হোমিওপ্যাথিক ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশনের সভাপতি ডা. রেজাউর রহিম ও সাবেক সভাপতি ডা. নুরুজ্জোহা ও সাধারণ সম্পাদক ডা. মাহবুব হাফিজ, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ড. শেখ ফারুক এলাহী।
সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইমরুল কায়েস ও সাধারণ সম্পাদক ডা. পোলক। বাংলাদেশ হোমিওপ্যাথিক ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মীর মাইনুল হক, ডি এইচ এম এস ডক্টরস ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ডা. মোঃ সিরাজুল ইসলাম ও ডা. ওমর কাউসার।এছাড়াও ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ডা. মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ হোমিওপ্যাথিক ঔষধ বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক ডা. মোঃ এনামুল হক। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকল কলেজ ও হাসপাতালের ছাত্র সংসদের ভিপি মোঃ সোহেল রানা ও ছাত্র নেতৃবৃন্দ