বাম জোটের হরতালে এনডিপি’র সমর্থন

0
127

রুপসীবাংলা ৭১

জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ভাড়া বৃদ্ধি ও লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ভগতির প্রতিবাদে আগামীকাল ২৫ আগস্ট সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালে সমর্থন জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।  

বুধবার (২৪ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এ সমর্থন ঘোষণা করেন।

তারা বলেন, বামপন্থীরা আহ্বান করেছে বলে এটা শুধু বামপন্থীদের হরতাল নয়, এটা জান বাঁচানোর দাবিতে জনগণের হরতাল।

নেতৃদ্বয় বলেন, জনগণের পক্ষে সকল দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হা-হুতাশ করে লাভ নেই। সরকার আমাদের হা-হুতাশকে পাত্তা দেবে না, বরং দুর্বলতা মনে করবে। জনগনকে গর্জে উঠতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে