
রুপসীবাংলা ৭১
মোঃশরিফ হোসেন,চাঁদপুর সংবাদাতাঃচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৬নং ওর্য়াড হোগলী গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহম্মেদের তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে উন্মুক্ত ওর্য়াড সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ আগস্ট) বিকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হোগলী দর্জি বাড়ির মাদ্রাসা সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আহসান উল্ল্যাহ ও মহিলা ইউপি সদস্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেয়ারম্যান বুলবুল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, তৃণমূলের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে।অংশগ্রহণের মাধ্যমে মানুষ যেমন তাদের ক্ষোভ, অভিযোগ, দাবি-দাওয়া জানাতে পারে। তেমনি ইউনিয়ন পরিষদ কীভাবে কাজ করছে জনগণ সে বিষয়ে ওয়াকিবহাল হতে পারে।
তিনি আরো জানান,মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন সম্প্রতি নানাস্থানে বেড়েছে মাদকের ছড়াছড়ি। ফলে প্রায়ই ঘটছে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোর গ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করে এসব বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো তাঁদের হাতে নাজেহাল হতে হয়। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত দৃষ্টি ও এলাকাবাসীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আহসান উল্লাহ , মহিলা ইউপি সদস্য কইতোরি ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।