জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে পরিবহন সেক্টরে তার প্রভাবে ভাড়া কতো বৃদ্ধি যৌক্তিক

0
94

রুপসীবাংলা ৭১

নিজস্ব প্রতিনিধিঃ দুরপাল্লার বাসের(৫২ সিটের) ক্ষেত্রেঃ

– যাত্রী আসন ৫১ টির অকুপেন্সি ৭০% হিসেবে যাত্রী সংখ্যা ৩৫.০৭ জন ধরে

– বর্তমান ভাড়া যাত্রীপ্রতি= ১.৮০ টাকা/কি.মি

ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কি.মি এ বাসের খরচ বৃদ্ধি ১০.৪৬ টাকা (প্রতি লিটারে ৩.২৫ কিঃ মিঃ যায় )

– সে হিসেবে প্রতি কি.মি এ যাত্রীভাড়া বৃদ্ধি – ০.২৯২ টাকা

– ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে যাত্রীপ্রতি প্রতি কি.মি এ বাস ভাড়া হবে ১.৮০+০.২৯২ = ২.০৯২ টাকা।

– ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কি.মি এ বাস ভাড়া বৃদ্ধির হার= ১৬.২২%

সিটি এলাকার বাসের (৫২ সিটের) ক্ষেত্রেঃ

– যাত্রী আসন ৫১ টির অকুপেন্সি ৯৫% হিসেবে যাত্রী সংখ্যা ৪৮ জন ধরে

– বর্তমান ভাড়া যাত্রীপ্রতি= ২.১৫ টাকা/কি.মি

– ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কি.মি এ বাসের খরচ বৃদ্ধি – ১৩.৬০ টাকা (প্রতি লিটারে ২.৫০ কিঃ মিঃ যায় )

– সে হিসেবে প্রতি কি.মি এ যাত্রীভাড়া বৃদ্ধি – ০.২৮৩ টাকা

– ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে যাত্রীপ্রতি প্রতি কি.মি এ বাস ভাড়া হবে (২.১৫+০.২৮৩) = ২.৪৩ টাকা।

– ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কি.মি এ বাস ভাড়া বৃদ্ধির হার= ১৩.১৬%

যাত্রী লঞ্চ-এর ক্ষেত্রেঃ

– যাত্রীবাহী লঞ্চের বর্তমান ভাড়া=২.১৯ টাকা/প্রতি কি. মি (ডিজেলের মূল্য=৮০ টাকা/লিটার হিসেবে)

– পরিচালন ব্যয়ের ৪৫% হল জ্বালানি ব্যয় (BIWTA কর্তৃক পূর্ব নির্ধারিত)

– ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কি.মি এ লঞ্চের জ্বালানি খরচ বৃদ্ধি-৪২% (৩৪/৮০x১০০=৪২%)

– বর্তমানে যাত্রী ভাড়ার প্রেক্ষিতে পরিচালন ব্যয়ের বিভাজন অনুযায়ী জ্বালানি খরচ বাড়বে – ২.১৯ টাকার ৪৫% হিসেবে=০.৯৯ টাকা

– ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি কিঃ মিঃ যাত্রী ভাড়া বৃদ্ধির পরিমান- ০.৪১৫৮ বা ০. ৪২ টাকা (০.৯৯ – এর ৪২%)

– ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতেy লঞ্চের ভাড়া হবে (২.১৯ + ০.৪২)= ২.৬২ টাকা

– ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কি.মি এ লঞ্চে ভাড়া বৃদ্ধির হার= ১৯.১৮%

২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল।

পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য রি-এডজাস্টমেন্ট করবে সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে