বরেণ্য ফাউন্ডেশনের উদ্যোগে “বর্তমান বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার ভূমিকা ” শীর্ষক আলোচনা সভা,গুণীজন সম্মাননা-২০২২ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।৩০ জুলাই ২০২২ বিকাল ৪.০০ টায় রাজধানীর কেন্দ্রীয় কচিঁকাচার মেলা মিলনায়তনে মালিহা চৌধুরি প্রীতি’র সঞ্চালনায় বরণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন এবি এম সুলতান আহম্মেদ।অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মানে শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এ সময় পদ্মাসেতু নির্মানে দেশের জনগণের জিবন যাত্রায় আমূল পরিবর্তন আসায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের বিশেষ আলোচক বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইবরাহীম খলিল সবুজ।বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়, বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুনীজন সম্মাননা প্রদান করা হয়।সাংবাদিকতায় বিশেষ অবদানের সম্মাননা পান এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ন্যাশনাল জার্নালিষ্ট সোসাইটির সভাপতি মো.তারেক হোসেন বাপ্পি।