নিজস্ব প্রতিনিধিঃ ২২ জুলাই বিকাল ৪ ঘটিকায় জাতীয় জাদুঘর সংল্ন শাহবাগ চত্বরে সম্মিলিত সনাতন পরিষদের উদ্যোগে নড়াইলের লোহাগড়াসহ সারাদেশে হিন্দুদের মঠ-মন্দির, বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানা নানা অজুহাতে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক নৃশংস হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠতরাজ এবং শিক্ষক ও যুবক/যুবতী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও নিশ্চিত বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ শেষে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
উক্ত মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিলে অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের প্রায় ৪০টিরও অধিক সংগঠন। উক্ত সংগঠনে সভাপতি অধ্যাপক হিরেন্দ্রনাথ বিশ্বাস মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাতন সম্মিলিত পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায়। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত (ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র ব্রহ্মচারী, রুপানুগ গৌর দাস ব্রহ্মচারী, এডভোকেট জে কে পাল, সাগর ঠাকুর, অধ্যাপক অশোক তরু, নৃত্য গোপাল ঘোষ, দিপংক শিকদার দীপু, শ্যামল কুমার রায়, পলাশ কান্তি দে, এডভোকেট শংকর দাস, এডভোকেট জিতন্দ্রনাথ বর্মন, প্রদীপ আচারিয়া, কুশল বরণ চক্রবর্তী, সুভাষ বড়াল, সোনালী দাস, এম কে রায়, নিতাই দেবনাথ, দেবু সনাতন, সুশান্ত কুমার বর্মন, শ্যামল ঘোষ, এডভোকেট মানিক, অনিল দাস, নির্মল খাসকেল, বিজন কান্তি ধর, উত্তম দাস, রিপন দে প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরকার এবং প্রশাসনের নিকট জোর দাবি জানাই। বক্তারা বলেন, বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাম্প্রদায়িক শক্তির কাছে প্রশাসন আজ অসহায়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা ২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত সকল ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।