চার্চ অব দ্যা ন্যাজ্যরীন বাংলাদেশ এর সংবাদ সম্মেলন

0
84

গৌতম কুমার এদবরঃ সাম্প্রতিক সময়ে কিছু কিছূ ব্যাক্তিবিশেষ চার্চ অব দ্যা ন্যাজ্যরীন বাংলাদেশ’এর বিরুদ্ধে গুজব এবং অপপ্রাচার চালানোর প্রতিবাদে নিজস্ব অবস্থান ব্যাখা করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত । ২১শে জুলাই ২০২২ বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন বোর্ড চেয়ারম্যান রেভাঃ পুরেন রায়, ডিস্টিক্ট সুপারেন্টেড রেভা অঞ্জন মোশী বোস, রেভাঃ দীপংকর রায়,রেভাঃ কেরোবিন মার্ড,রেভাঃ আন্দিয়াস হেমব্রম এন্ড্রু,ইয়ূথ ইন্টারন্যাশনালের রেভাঃ লরেন্স সরকার,পরিচালক মি. স্টিভ কষ্টা,ও মিসেস মুক্তি বৈদ্য প্রমুখ। সংবাদ সম্মেলন লিখত ব্যক্তব্য পাঠ করেন- রেভাঃ পুরেন রায় বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ ন্যান্যারীন মিশন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রেভাঃ লরেঞ্জ সরকার।

সংবাদ সম্মলেনে সংস্থার ০৯ জন নতেৃবৃন্দ সংস্থার পক্ষে প্রতনিধিত্বি করনে। উপস্থতি নতেৃবৃন্দ সূচনালগ্ন থেকেই চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ,বাংলাদশে এর উদ্দশ্যে, লক্ষ্য এবং র্কাযক্রম সর্ম্পকে অবহতি করনে। চার্চ অব দ্যা ন্যাজ্যরীন বাংলাদেশ এর নতেৃবৃন্দ তাদরে বক্তব্যে বলনে, সাম্প্রতিক সময়ে কিছু কিছু গুজন দৃষ্টিগোচর হওয়ার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন। এসকল গুজব ভিত্তিহীন এবং উদ্দশ্যেপ্রণোদিত। সামগ্রীকভাবে তা ব্যক্তি র্স্বাথ সিদ্ধি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তী নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে। প্রতিষ্ঠান সুদীর্ঘ ৩০ বছর ধরে র্ধমীয় ও জনকল্যাণ মূল্যক সামাজিক কর্মকান্ড পরিচালার জন্য সুপরচিতি ও প্রংশিত।বক্তারা এই সংবাদ সম্মলেনের মাধ্যমে দ্বার্থহীনভাবে তাদের প্রতিষ্ঠানের কার্যবলি ও মূল্যবোধ সম্পর্কে তাদের অবস্থান তুলে ধরেন।

এ চার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাব-রেজিস্টিটার কর্তক নিবন্ধনকৃত (নিবিন্ধ নং-৫০৪২) চার্চ অব দ্যা ন্যাজ্যারীন, বাংলাদেশে বা এর অঙ্গসংগঠন মাদক, শিশু ও নারী নির্যাতন,মানব পাচার, বর্ণ ও জাতিগত বৈষম্য,লিঙ্গ বৈষম্য,মৌলবাদ,জঙ্গিবাদ,অর্থ পাচার (মানি লন্ডারিং),দুর্নীতি, সংহিংসতা ও যে কোন অপরাধ মূল্যক কার্যকালাপে শূন্য সহনশীলতা” নীতি অনুসরণ করে আসছে। পাশাপাশি এ চার্চ সমাজকল্যান,মানব উন্নয়ন এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে বেসরকারী উন্নয় সংস্থা “বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন ” প্রতিষ্ঠা করছে যা এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত ও নিয়ন্ত্রিত। যার নিবন্ধন নং-৮৪৬, তারিখ ০৮.০৮.১৯৯৪। এই সংস্থা ধর্ম, বর্ণ নির্বিশেষে দরদ্রি ও সুবধাবঞ্চিত জনমানুষের সার্বিক উন্নয়নরে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুরু থেকেই চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ,বাংলাদেশ এদেশের প্রচিলিত সমস্ত আইন-কানুনের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আনুগত্য প্রকাশ করে আসছে।

এছাড়ও চাচ্য অব দ্যা ন্যাজ্যারীণ,বাংলাদেশ বা এর অঙ্গ সংগঠনের সাথে সংযুক্ত কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারী বা ব্যাক্তি যদি আইন বা রাষ্ট্র বিরোধী এবং দুর্নীতিমূল্যক কোন কর্মকান্ডে লিপ্ত হয় সেক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মী বা ব্যাক্তির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহনসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহনে প্রতিশ্রুতিবদ্ধ।
তারা জানান যে, সকল প্রকার অপরাধ বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সংস্থার দৃঢ় অবস্থান চার্চ’র নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এছাড়াও সাম্পতিক সময়ে যেসব কুচক্রী ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে চার্চ অব দ্যা ন্যাজ্যারীন,বাংলাদেশ এর ভাবমূর্তী ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন গুজব রটনা ও অপপ্রচার করছে সে তার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধম্যে জাতিকে জানানো এবং নিন্দ জানান বলে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে