শেখ সাজ্জাদ হোসেন সবুজের জন্মদিন : পথ চেয়ে আছে পরিবার

0
115

স্টাফ রিপোর্টঃ ১৯ জুলাই, ২০২২ কুষ্টিয়া জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের সাবেক সহ-সভাপতি শেখ সাজ্জাদ হোসেন সবুজের জন্মদিনে তাঁর পথ চেয়ে বসে আছে তার মা-বাবা-স্ত্রী-সন্তান ও অনুসারীরা।

উল্লেখ্য যে, ২০১৫ সালের ২১ আগস্ট গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে সাজ্জাদ হোসেন সবুজ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুকে আটক করে সাদা পোশাকধারীরা। এর ৬ দিন পর আক্তারুজ্জামান লাবু ফিরে আসলেও এখন পর্যন্তও সন্ধান পাওয়া যায়নি শেখ সাজ্জাদ হোসেন সবুজের।

তার জন্মদিনে প্রধানমন্ত্রী ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের কাছে তার পরিবার ও অনুসারীদের সবিনয় অনুরোধ, শেখ সাজ্জাদ হোসেন সবুজকে তার পরিবার ও কুষ্টিয়াবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এক বিবৃতিতে গুম হয়ে যাওয়া শেখ সাজ্জাদ হোসেন সবুজকে অবিলম্বে রিবারসহ কুষ্টিয়া বাসীর কাছে ফিরিয়ে দেয়ার পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আগামী ২১ আগস্ট, ২০২২ শেখ সাজ্জাদ হোসেন সবুজের গুম হওয়ার ৮বছরে পদার্পন করবে। এই সময় জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সবুজের মা ও সন্তানদের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে জেলা প্রেসক্লাবে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নাগরিক সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে