বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই

0
76

নিজস্ব প্রতিনিধি:- বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১২ জুন রোববার রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়। তার হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ১৬ জুন দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় তাকে। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র সহ সভাপতি পদে ছিলেন। ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পথচলা নির্মল রঞ্জন গুহের।

ছাত্রজীবনে তিনি নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।নির্মল রঞ্জন গুহ পরে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে যুক্ত হন। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহবায়কের দায়িত্ব পালন করেন তিনি।বুধবার সন্ধ্যার পর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির ৩/এ অফিসে স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (১ জুলাই) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শবযাত্রা শুরু হবে এবং সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে শবদেহ ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে এবং পরে নিজ গ্রাম দোহারে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। আগামী ৩ দিন সংগঠনের প্রতিটি জেলা এবং উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উক্ত কর্মসূচিতে অংশ নিতে নির্দেশনা প্রদান করেছেন।নির্মল রঞ্জন গুহের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। রাতে ফ্রিজিং এ্যাম্বুলেন্সে তার সেগুনবাগিচার বাসভবনে রাখা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে