জাতি ধর্ম গৌত্র বর্ণের মানুষদের যুগপোযোগি দেশের স্বপ্ন দেখেছেন শহীদ জননী জাহানারা ইমাম এম এ জলিল

0
87

নিজস্ব প্রতিনিধিঃ-মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ৭১ এর ঘাতক দালাল পাকিস্তানের দোষররা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। হত্যার পর পাকিস্তানী দালালরা বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালনা করতেছিল এবং পাকিস্তানী নাগরিক গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার পর বাঙালিরা জেগে উঠেছিল এবং গোলাম আজমের বিচারের দাবীতে ঘাতক নির্মুল জাতীয় পরিষদ গঠন করেছেন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। এই দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ ২৬ জুন ২০২২ বিকাল ৪.৩০ ঘটিকায় মেহেরবা প্লাজার ১৫তলায়  তোপখানা রোড ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করেছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল

আলোচনায় অংশ গ্রহণ করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, তৃণমূল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী খান, বাংলাদেশ ন্যাপের সহ-সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, জনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বাদশা উদ্দিন মিন্টু, নাগরিক কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক শহীদুন্নবী ডাবলু, ন্যাপ ভাসানী কেন্দ্রীয় নেতা বারি সরকার, বাংলাদেশ জনকল্যাণ পার্টির সভাপতি দেওয়ান খায়রুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির ভাষনে এম এ জলিল বলেন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৬৯, ৭০, ৭১ সনে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু ৭১ ও ৭৫ সনের ঘাতকরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এবং বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালনা করিতেছিল ও পাকিস্তানী দালালদের ক্ষমতায়ন করেছে ও নাগরিকত্ব দিয়েছে। গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়ার প্রতিবাদে বাঙালি জাতি জাহানারা ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং গোলাম আজমকে গণআদালতের মাধ্যমে বিচার করেছে এবং ফাসির রায় দিয়েছে। জাহানারা ইমামের স্বপ্ন ও সাধ ছিল বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আইনের শাসনের এবং জাতি ধর্ম বর্ণ গৌত্র সবাই সম্প্রীতির দেশ, সাম্যের দেশ। আজ আমাদের এই আলোচনা সভা থেকে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ জাহানারা ইমামের সাম্যের বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্খিত সন্ত্রাস, জঙ্গীবাদ ঘুষ দুর্নীতি টাকা পাচার তালেবান স্বাধীনতা বিরোধী মাদক শিশু গ্যাং চিরতরে উৎখাত করে দেশকে শাসন শোষন নির্যাতন মুক্ত দারিদ্র মুক্ত উন্নত পরিবেশের সমৃদ্ধ বাংলাদেশ গড়া তবেই স্বার্থক হবে আজকের এই আলোচনা সভা।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে