নিজস্ব প্রতিনিধিঃ- ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম জন্ম বার্ষিকী। এই দিনে হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী পাকিস্তান আওয়ামীলীগের সভাপতি ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামীলীগের সভাপতি হিসেবে আওয়ামীলীগের জন্ম দিয়েছিলেন। এই দলটির পরবর্তীতে বাঙালি জাতির জাগরণ সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ২৩ জুন ২০২২ বিকাল ৪ ঘটিকায় মেহেরবা প্লাজা ১৫ তলা তোপখানা রোড, ঢাকায়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
আলোচনায় অংশ গ্রহণ করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব আক্কাছ আলী খান, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ দিপু মীর, নাগরিক জনকল্যাণ পার্টির সাধারণ সম্পাদক শহিদুন্নবী ডাবলু, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, নারী নেত্রী এলিজা রহমান, জনতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাদশা উদ্দিন মিন্টু, বঙ্গবন্ধু শিশু কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক আনন্দ সেন, বরিশাল বিভাগ সমিতির সদস্য মুকিম হক ও হারুন অর রশিদ, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভাপতির ভাষনে এম এ জলিল বলেন, ১৯৪৭ সালে ইংরেজদের তাড়িয়ে উপমহাদেশে দুইটি দেশের জন্ম হয়েছিল একটি দেশ হল মহান গণতান্ত্রিক ভারত অপরটি হল সন্ত্রাস, জঙ্গীবাদ, শোষন শাসন নির্যাতনের দেশ পাকিস্তান। এই শোষন শাসন নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী পাকিস্তান আওয়ামীলীগের সভাপতি ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামীলীগের সভাপতি হয়ে আওয়ামীলীগের জন্ম দেয়। এই আওয়ামীলীগের সংগঠনের ব্যাপকতার মাধ্যমে বাঙালিদের জাগরন সৃষ্টি হয়। এই জাগরিত জাতিকে নেতৃত্ব দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্ম দেয়। এই স্বাধীন বাংলাদেশের উন্নয়নের কাজে নিয়োজিত ছিলেন বঙ্গবন্ধু।
কিন্তু ৭১ ও ৭৫ এর ঘাতকরা এবং পাকিস্তানের দালালরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাংলাদেশ কে পাকিস্তানী ভাবধারায় পরিচালনা করেছিলেন জিয়াউর রহমান ও এরশাদ। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭০ ও ৭১ এর মত আবার বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছেন এবং শেখ হাসিনা দেশের জন্য কাজ করেছেন বিশেষ ভাবে বঙ্গবন্ধুর হত্যার বিচার, মানবতা বিরোধীদের বিচার, সন্ত্রাসী জঙ্গীবাদকে নিধন করে উন্নয়নকে প্রধান্য দিয়ে বাংলাদেশের জন্য সীমান্ত সমস্যা সমাধান করেছেন, ভারতের সাথে পানি চুক্তি করেছেন,
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছেন, সমুদ্র সীমানা জয় করেছেন এই কাজগুলো বাঙালি জাতির জন্য গ্রহণযোগ্য এবং উন্নয়নের জন্য মাইলফলক হিসেবে থাকবে। সাথে সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মুকুটমনি বঙ্গকন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনার কাছে আজকের এই সভা থেকে আমাদের আহ্বান আপনি মুক্তিযুদ্ধের চেতনার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক অসাম্প্রদায়িক শক্তির ঐক্য করুন দেশকে সন্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতি, ঘুষ, মাদক, তালেবান, কিশোর গ্যাং মুক্ত উন্নত সমৃদ্ধ খুধা, দারিদ্র মুক্ত দেশ গড়–ন। এই আহ্বান বাংলাদেশের আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন। আলোচনা শেষে সভায় মিষ্টি বিতরণ করা হয় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে।