বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বহালের ৪ দফা দাবীতে আলোচনা সভা

0
124

নিজস্ব প্রতিনিধিঃ-আজ ১৭ জুন ২০২২ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে (৩য় তলা) আব্দুস সালাম হলে বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বহালের দাবীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. এ কে এম মাহাবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রফেসর  ড. সাইফুল ইসলাম খান, সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন- প্রফেসর ড. সামছুল আলম, ড. শাহ মুহাঃ আব্দুর রাহিম, উপাধ্যাক্ষ মোঃ আবদুর রহমান, ড. ইকবাল হোসেন ভূইয়া, ড. মোঃ আনোয়ারুল হক, অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়া, অধ্যাপক মাহাবুবুর রহমান, অধ্যাপক নাছির উদ্দিন, এস এম আব্দুল হামিদ, উপাধ্যক্ষ মাহাবুবুর রহমান, প্রফেসর আব্দুল লতিফ, ড. বাকি বিল্লাহ মেশকাত, মোঃ নুরুল্লাহ, মোঃ শাখাওয়াত হোসেন, হাফেজ রবিউল ইসলাম, মোঃ আক্তার ফারুক, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, ড. মোঃ নজরুল ইসলাম, জনাব নূর মোহাম্মদ, জনাব মোঃ সালাউদ্দিন, উপাধ্যক্ষ মাহাবুবুর রহমান, সালাউদ্দিন সানী প্রমুখ।  

বক্তারা বলেন- আজকের এ সভায় ইসলামী শিক্ষা উন্নয়নে সরকারের পদক্ষেপ সমূহের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ সকলকে ধন্যবাদ জানান। বক্তারা আরো বলেন- ভারতের নুপুর শর্মা ও নভিন জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ও আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহা সম্পর্কে কটুক্তি ও অবমাননার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ দুইজনকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবী জানান।দাবিসমূহঃ১। বোর্ড পরীক্ষায় ইসলামি শিক্ষাসহ সকল ধর্মীয় শিক্ষা বিষয় বহাল করতে হবে।  ২। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিগরিসহ সকল শ্রেণি ও শাখায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে।৩। শিক্ষা-সিলেবাস থেকে প্রত্যাখ্যাত বিবর্তনবাদসহ ধর্মবিরোধী সকল পাঠ অপসারণ করতে হবে।
৪। বৈদেশিক শ্রম বাজারে ব্যাপকহারে প্রবেশের জন্য শিক্ষার সকল স্তরে আরবি ভাষা-শিক্ষা কোর্স চালু করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে