২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটে করোনা পরবর্তীকালে পরিবহন শ্রমিকসহ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক পুনঃ প্রতিষ্ঠার জন্য কোন বরাদ্দ রাখা হয়নি …………..পরিবহন শ্রমিক ফেডারেশন

0
73

বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ও ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ গোলাম ফারুক এক যৌথ বিবৃতিতে বলেন জাতীয় বাজেট প্রনয়নের পূর্বেই পরিবহন শ্রমিক ও মেহনতি মানুষের জন্য বাজেটে রেশনিং, চিকিৎসা, প্রশিক্ষণসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে কোন বরাদ্দ রাখা হয়নি। নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করে বলেছেন বাজেট প্রনয়ন পূর্ব এ ব্যাপারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য মাননীয় অর্থ মন্ত্রী, সচিব মহোদয়ের বরাবরে লিখিত আবেদন করেছিলাম এবং বিভিন্ন সভা সমিতি, সোসাল মিডিয়ার মাধ্যমে পরিবহন শ্রমিকদের জীবন জীবিকার জন্য দাবী করে আসছি। কারণ পরিবহন শ্রমিকগণ জীবনের ঝুকি নিয়ে দিন রাত দেশের অর্থনীতির চাকা সচল রাখে। অর্থনৈতিক সেবাদানকারী এই শ্রম শক্তির অবদানকে স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষার জন্য পরিবহন শ্রমিকদের সুরক্ষা তহবিল গঠনের দাবী জানিয়েছি।

নেতৃবৃন্দ বলেন, আমরা শুনেছিলাম এবারের বাজেট হবে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার বাজেট। আমরা আশা করেছিলাম এবং দেশের লক্ষ লক্ষ শ্রমিকেরও প্রত্যাশা ছিল মহামারি করোনা শ্রমিকগণ লকডাউনে দীর্ঘদিন থাকায় তাদের আয় রোজগার কমেছে কর্মহারিয়ে বেকার হয়েছে। যার ফলে শ্রমিকগণ অনেক ধারদেনায় জর্জরিত। এই ধারদেনা থেকে মুক্তি হওয়া কোন পথ তাদের নেই। তাই তাদের খাদ্য, আর্থিক সহায়তা দানের বাস্তবায়নের ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষার দাবী জানিয়ে আসছি। জাতীয় বাজেট থেকে নেতৃবৃন্দ হতাশা ব্যক্ত করে বলেন দেশের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স, সেবাকর্মী, পরিবহন শ্রমিকগণও দেশের সেবায় নিয়োজিত সেবক। ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের নানা সুযোগ সুবিধা প্রদান করা হলেও পরিবহন-শ্রমিকগণের কথা বিবেচনা করে তাদের এই দাবী বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে আর্থিক, খাদ্য, স্বাস্থ্য সুরক্ষাসহ সকল ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিকট জোর দাবী জানান। উপরোল্লিখিত বিষয়ে শ্রমিক ও মেহনতি মানুষের কথা বিবেচনা করে জাতীয় বাজেটে সংশোধনী প্রস্তাব আনার জন্য অনুরোধ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে