ভূমিদস্যু-সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উন্মুক্ত সংবাদ সম্মেলন”

0
77

নিজস্ব প্রতিনিধিঃ-১৫ জুন  ২০২২  সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন ১৬নং মুজিবনগর ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে উক্ত ভূমিদস্যু-সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উন্মুক্ত সংবাদ সম্মেলন” লিখিত বক্তব্য পাঠ করছে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক মেম্বার। আরো  উপস্থিত আছেন সংগঠনের সাধারণ সম্পাদক, আলম বাচ্চু মেলকার, মোঃ সেলিম, বকুল বেগম, কিষাণী নেত্রী নাহার পারভীন রুমি, রেহেনা বেগম, মিনারা বেগম, মাহিনুর আক্তার প্রমূখ।আমাদের উপর নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বাড়ী-ঘর ভাংচুর, ভূমিহীন পরিবারের বাড়ী-ঘর জ্বালিয়ে নিশ্চিহ্ন করা, নারী নির্যাতন, চাঁদাবাজি করা, ধান লুটপাট করা, সরকারী কৃষি খাসজমি বিক্রি করা, জাল-জালিয়াতি মাধ্যমে খাস জমি হাতিয়ে নেওয়া চক্রের হোতাদের সন্ত্রাসের রাজত্বের চিত্র তুলে ধরতে চাই।১৯৯৬ সালে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার নেতৃত্বে সিকদারের চরে সরকারের ভূমি নীতিমালা অনুযায়ী কৃষি খাসজমি চাষাবাদের লক্ষ্যে আমরা অসহায় ভূমিহীন পরিবার অবস্থান গ্রহন করি। ২০০৭ সালে স্বপন শাহজাহান গং-এর নেতৃত্বে সন্ত্রাসী জুয়েল সর্দার, সোহেল সর্দার, রুবেল সদার, মিঠু সর্দার, আসলাম প্যাদাৱা ৫০/৬০জন রাতের অন্ধকারে সিকদার চরের দক্ষিণে ২০০ ভূমিহীন পরিবারে বাড়ী-ঘর ভাংচুর করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, ভূমিহীনদের মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং নারী ধর্ষণ, নির্যাতন করে বহু মানুষ আহত করেন। তারপরও আমরা গত ২৮ বছর যাবৎ বিভিন্ন সময় সরকারের এক সনা (ভিসিআর) বা ১ বছরের রাজস্ব দিয়ে কৃষি খাসজমি চাষাবাদ করে আসছি এবং পরিবার-পরিজন নিয়ে ঘর-বাড়ী করে বসবাস করছি।

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন অঙ্ক চিহ্নিত সন্ত্রাসী, নাম সৃষ্টিকারী, চাঁদাবাজ, চোরা কারবারি, মাদক কারবারী, গরু-মহিষ চোরের গডফাদার, নারী নির্যাতনকারী, গतीর ভূমিহীন ও অসহায় মানুষের জায়গা-জমি, জবর-দখল, জাল-জালিয়াতি চক্র, চরফ্যাশন উপজেলা সহকারী ভূমি অফিসের অসাধু কর্মচারী কর্মকর্তার যোগসাজশে সিরাদারের চরের কৃষি খাস জমি প্রভাবনার মাধ্যমে আত্মসাৎ করার সিন্ডিকেট সদস্য মোঃ আসলাম, পিতাঃ নাসির প্যাদা, জুলাল সর্দার, সোহেল সর্দার, মিঠু র সর্বপিতাঃ মৃত শাহজাহান শার, সর্ব মাঝের চর, পোঃ মাঝের চর, ইউঃ নজরুল নগর, থানাঃ দক্ষিণ আইচা, জেলার ভোলা, গরো দুলার হাট খানাধীন ১৬নং মুজিবনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারের চরে এসে ঝাল-জালিয়াতি করে সরকারী কৃষি খাসজমি জোরপূর্বক দখল, বিক্রি, ধান লুট-পাট, ঘর-বাড়ি ভাংচুর, ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজি করে অন এলাকার অসহায়, কুমিহীন, ক্ষেতমজুর মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা মায়ের করা হলেও আদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। উল্টো ফেতারী পরোয়ানা থাকা সত্ত্বেও ভূমিহীন নেতা ও অভিযোগকারীদের বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

“এই সন্ত্রাসী, চাঁদাবাজ, জাল-জালিয়াতি চক্রটি সরকার পরিবর্তনের সাথে সাথে নিজেদের ভোল পাল্টায় এবং সরকার পদীয় কিছু সুবিধাবাদীদের ছত্র ছায়ায় নিজেদের অপকর্মে লিপ্ত থাকে। এই চক্রটি চরফ্যাশন উপজেলার সহকারী ভূমি অফিসের কিছু সংখ্যক অসাধু কর্মচারী কর্মকর্তার যোগসাজশে সরকারি খাসজমি জাল-জালিয়াতি সিন্ডিকেট করে হাতিয়ে নেয়। উক্ত অফিসে যখনই কোনো নতুন এসি ল্যান্ড সাহেব আসেন তখনই অসাধু কর্মচারীর সহযোগিতা সু-সম্পর্ক ও সখ্যতা গড়ে তুলেন। এক পর্যায়ে সিন্ডিকেট চক্রটি আত্মীয়-স্বজন পরিচয় দিয়ে দূর্নীতি ও অপকর্মে লিপ্ত হন। এই চক্রটির জন্য কোন অফিসারই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। অবিলম্বে চিহ্নিত সিন্ডিকেট সমূলে উপরে ফেলতে হবে।পরিশেষে আমারা আপনাদের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নিম্নোক্ত দাবীসমূহ উত্থাপন করলাম ১) চরফ্যাশন উপজেলার তুমি অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও সন্ত্রাসী ভুমিদস্যু সোহেল বর্নার, লাল সর্দার, রুবেল সর্দার, মিঠু সর্দার, আসলাম প্যাদা গংদের খাসজমি কেন্দ্রীক অসাধু সিন্ডিকেট ভেঙ্গে ফেলো ও ধ্বংস করতে

২) তুমিহীন নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৩) সন্ত্রাসী ও জালিয়াত চক্রের বিরুদ্ধে আদালতে ও বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টকৃত আসামীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় শামিল করতে হবে।৪) মাননীয় হাইকোর্ট এর রীট পিটিশন নং-৩৩২২/১৮ এর ০৩/০৪/২০১৮ তারিখের আদেশে আবেদনকারীদের বিষয়টি নিষ্পত্তি করতে জেলা প্রশাসক, ভোলা মহোদয়কে নির্দেশ দিয়েছেন এবং সে মোতাবেক ডেপুটি কালেক্টর, ভোলা খাসজমি বন্দোবস্ত প্রদানের জন্য সহকারী কমিশনর ভূমি, চরফ্যাশনকে অনুরোধ করেছেন। অবিলম্বে সিকদারের চরে বসবাসরত প্রকৃত ভূমিহীনদের মাঝে চলতি বছরের ১ সনা লিজ (ডিসিআর) ও স্থায়ী বন্দোবস্ত দিতে হবে।। (৫) অবিলম্বে দিয়ারা জরিপ করে প্রিন্টেড ম্যাপের মাধ্যমে খাস জমি স্থায়ীভাবে বন্দোবস্ত দিতে হবে।৬) সিকদারের চরের ভূমিহীন পরিবারের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে ও চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু, ভূমিদালাল এবং জাল-জালিয়াতি চক্রের খপ্পর হতে কৃষি খাসজমি উদ্ধার করতে হবে। অবিলম্বে সিকদারের চরে জ্বাল-জালিয়াতি ও ভূয়া কাগজ পত্রাদি তদন্ত সাপেক্ষে জালিয়াতিদের বিরুদ্ধে প্রচলিত৭)আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। ৮) ২০০৭ সালে ভূমিनস্যু, লাঠিয়াল বাহিনী, চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক উচ্ছেদকৃত ২০০ ভূমিহীন পরিবার ও নদী ভাঙ্গা অসহায় ভূমিহীন পরিবারের বাড়ী-ঘর পুনঃনির্মান করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে