নিজস্ব প্রতিনিধি:-আজ সকাল ১০ ঘটিকায় পাকমন পিপলস্ধসঢ়; পার্টির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।দলীয় প্রধান দার্শনিক মোঃ জাহিদুল হক (জাহেদ) সভায় নি¤œলিখিত সংশোধনী বাজেট পেশ করা হয়।প্রস্তাবিত বাজেট ২০২২/২৩ একটি জনকল্যাণকর রাষ্ট্রের জন্য প্রযোজ্য নয়। তাই পাকমন পিপলস্ধসঢ়; পার্টির পক্ষ থেকে সংক্ষিপ্ত সংশোধন বাজেট পেশ করছি। দেশের বেকার সমস্যা সমাধানকল্পে ৮ কোটি মানুষের কর্মসংস্থান অতীব জরুরী।(১) যেহেতু এই দেশ প্রধান চারটি নদী-পদ্মা, কর্ণফুলি, মেঘনা, যমুনা এবং নদের শাখা-প্রশাখা নদ-নদী নিয়ে একটি বিধৌত অঞ্চল। তাই নদ-নদী সমূহেরনাব্যতার জন্য নদ-নদী খনন এবং নদী শাসন অত্যাবশ্যক। তাই উক্ত চার নদ-নদী উৎপত্তির স্থল থেকে সাগর, মহনা পর্যন্ত প্রত্যেকটি নদীর দুই পাশে নদী শাসন পূর্বক ৪০০ ফিট রাস্তা তৈরির জন্য একটি বিশাল অংকের বাজেট সংযোজন অপরিহার্য।

এই জন্য একটি পাঁচশালা পরিকল্পনা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি বাস্তবায়নে মোট অংকের পরিমান ৬৩ ট্রি ট্রিলিয়ন ডলার। এই বিপুল পরিমান অর্থ নিজস্ব অর্থ তহবিল, দাতা দেশ সমূহ, বিশ্ব ব্যাংক থেকে সংগ্রহের প্রস্তাবনা করছি। ৮ কোটি মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে ১ কোটি মানুষ বহিঃ বিশ্ব থেকে দক্ষ শ্রমিক নিয়োগ দানের জন্য প্রস্তাবনা করছি। উন্নত বিশ্বের মধ্যে পূর্ব-দক্ষিণ এশিয়া থেকে জাপান, কোরিয়ান, ইন্দোনেশিয়া,মালয়েশিয়া এবং পশ্চিম বিশ্ব থেকে জার্মান, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহের প্রস্তাবনা করছি।(২) দেশের শিক্ষা খাতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবী জাতীয়করণ কর্মসূচি বাস্তবায়ন জরুরী। এক্ষেত্রে ব্যবসায়িদের জন্য প্রনোদনা বরাদ্ধ ৭৫ হাজার কোটি টাকা কমিয়ে ২৫ হাজার কোটি টাকা বরাদ্ধের প্রস্তাব করছি। বাকী ৫০ হাজার কোটি টাকা শিক্ষা খাতে ব্যয়ের প্রস্তাব করছি। (৩) দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সকল উৎপাদন সাল খাতে ১০% মূল্য হ্রাস করার জন্য প্রস্তাব করছি এবং একই সাথে সকল উৎপাদন সাল খাতে ১০% ভতুর্কি রাখার প্রস্তাব করছি।

(৪) দেশকে মাদকমুক্ত, তামাকমুক্ত ঘোষণা করার প্রস্তাব করছি। এই জন্য সকল প্রকার কাঁচামাল উৎপাদন বন্ধ ও সংশ্লিষ্ট শিল্প কারখানা বন্ধের প্রস্তাব করছি। (৫) দেশের বিল্ডিং নির্মাণে শিল্পের আমুল পরিবর্তনের প্রস্তাব করছি। এই জন্য সমগ্র দেশে সরকারি কিংবা বেসরকারি ভবন নির্মাণে প্লান পাশ এবং ভবন নির্মাণে সু² বিধিমালা প্রনয়নের জন্য কর্মসূচি ঘোষনা করা জরুরী ঃ- (ক) পরিকল্পিত শহর, নগর, বন্দর, আবাসিক এলাকা চিহ্নিত করন।(খ) সর্বনিন্ন ৭৫ তলা ভবন নির্মাণ, যাহা সরকারিভাবে এবং বেসরকারিভাবে উভয় ক্ষেত্রে প্রযোজ্য। (গ) কৃষি শিল্প এলাকা চিহ্নিত করন।(ঘ) গবাদি পশু শিল্প কারখানা এলাকা চিহ্নিত করন।উপরোক্ত প্রস্তাবনা বাস্তবায়নের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্ধের প্রস্তাবনা আনছি।বিশেষত : এ ক্ষেত্রে একটি স্থিতিশীল জাতীয় সরকার সু-প্রতিষ্ঠিত করার প্রস্তাবনা আনছি। যেন কোন প্রকার রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।