বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে সংশোধিত বাজেট চাই এম.এ জলিল

0
126

নিজস্ব প্রতিনিধি:-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বাংলাদেশ গড়তে চলতি ২০২২-২৩ সালের জাতীয় বাজেটের সংশোধিত বাজেট চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে দাবীতে আলোচনা সভা আজ ১৪ জুন ২০২২ বিকাল ৪ ঘটিকায় মেহেরবা প্লাজা ১৫ তলা তোপখানা রোড, ঢাকায়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।

আলোচনায় অংশ গ্রহণ করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ ন্যাপের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া, তৃণমূল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আক্কাছ আলী খান, ইউসিবির সভাপতি এ্যাডভোকেট মেনুয়াল সরকার, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান, নাগরিক কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবীর, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, সদস্য মুকিম হক, হারুনুর রশিদ, জনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শেখ বাদশা উদ্দিন মিন্টু, নারী নেত্রী এলিজা রহমান, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

সভাপতির ভাষনে এম এ জলিল বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বাংলাদেশ গড়ার প্রতিপলন ঘটেনাই বর্তমান বাজেটে। আমাদের দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে চলতি বাজেটে ৪ কোটি বেকার যুবকদের কর্মসংসংস্থানের জন্য ৫-২০ লক্ষ টাকা সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা রাখতে হবে চলতি বাজেটে। তিনি আরো বলেন দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হলে মাছে, দুধে, ফলে স্বয়ং সম্পূর্ণ করার জন্য ভূমি সংস্কার করতে হবে, নদী ভাংগন রোধ করতে, বন্যা নিয়ন্ত্রণ, জলোচ্ছাস থেকে ২১টি জেলার জানমাল রক্ষার লক্ষ্যে চলতি বাজেটে বরাদ্দ দিতে হবে। সাথে সাথে বাংলাদেশের মাটি ও পানির জীবন রক্ষার জন্য পলিথিন রাবার পয়বর্জ্য সহ সকল ক্ষতিকর দ্রব্য নির্মূল করার লক্ষ্যে বাজেটে বরাদ্দ চাই। যে বাজেট হবে মাটি, পানি, আলো, বাতাস জনতার সমন্বয়। তবেই স্বার্থক হবে আজকের এই আলোচনা সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবীগুলো বিবেচনা করে ২০২২-২৩ সালের বাজেটে অন্তর্ভূক্ত করণ এবং বরাদ্দ দিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে