জাতীয় প্রেসক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশনের বর্ণিল পদযাত্রা ও সম্মাননার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস

0
88

বাপ্পাী এদবরঃ ১৪ জুন ২০২২ মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে অডিটোরিয়াম হলে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস। ২০০৪ সাল থেকে শুরু করে প্রতি বছরের মতো এবারো নিরাপদ রক্ত নিশ্চিত করতে দিবসটি বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। এবারের প্রতিশাদা Donating blood is an act of solidarity. Join the effort and save lives রক্তদান সংঘবদ্ধতার প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান। সারা পৃথিবীতে প্রয়োজনীয় রক্তের যোগান আসে স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে। সামাজিক দায়বন্ধতার অংশ হিসেবে যারা এই মহৎ কাজটি করে চলেছেন তাদের প্রতি সম্মান ও মানুষকে রক্তদানে সচেতন করা এ দিবসের উদ্দেশ্য।।

বিশ্বের অন্যান্য দেশের মতো এবারো বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। দিনটি পালনে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশে প্রায় সাড়ে চার লাখ রক্তদাতার সর্বোচ্চ ডোনার পুল নিয়ে গঠিত মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। ১৯৯৬ সাল থেকে রক্তদান কার্যক্রম শুরু করে ২০০০ সালে নিজস্ব আধুনিক ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে ডাব্লিউএইচও-র নির্ধারিত সকল নিয়ম মেনে নিরাপদ রক্তের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে কোয়ান্টাম। এ পর্যন্ত কোয়ান্টাম ১৪ লাখ ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে ।

কোয়ান্টাম ফাউন্ডেশন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ব্লাড ক্যাম্প ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান। সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব চত্বরে দিনব্যাপী চলবে বিশেষ ব্লাড ক্যাম্প। এরপর দুপুর ১২.৩০ মিনিটে প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত হবে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে