মহানবী (সাঃ) কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

0
84

নিজস্ব প্রতিনিধিঃ মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে “ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ” সুপ্রিম কোর্ট বারের উদ্দ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভয়েস অব ল’ইয়ার্স, বাংলাদেশ এর আহবায়ক সুপ্রিম কোর্ট বার আসোসিয়েশনের সাবেক সম্পাদক,  সিনিয়র আইনজীবী এ্যাড আলহাজ্ব গিয়াস উদ্দিন।  ভয়েস অব ল’ইয়ার্স, বাংলাদেশের প্রধান মুখপাত্র এ্যাড আশরাফ-উজ-জামান এর সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন এ্যাড শাহ মোঃ বাদল, যুগ্ন আহবায়ক ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ, এ্যাড খালেদ আহমেদ, সাবেক সহ সভাপতি সুপ্রিম কোর্ট বার, এ্যাড কামাল হোসেন, কোষাধ্যক্ষ,  এ্যাড মনির হোসেন, এ্যাড মইনুদ্দিন ফারুকী,  এ্যাড মাহফুজ বিন ইউসুফ, সহ সম্পাদক,  এ্যাড মাহবুবুর রহমান খান, এ্যাড সাইফুর রহমান,  সাবেক সহ সম্পাদক, এ্যাড মাহমুদ হাসান, সাবেক সহ সম্পাদক,  শহিদুল ইসলাম,  নিবাহী সদস্য,  এ্যাড আব্দুল কুদ্দুস বাদল, এ্যাড আসাদুজ্জামান আনসারি, এ্যাড আব্দুর রাজ্জাক রাজু, এ্যাড রেজাউল করিম,  এ্যাড জুলহাস উদ্দিন আহমেদ, এ্যাড দেলোয়ার হোসেন,  এ্যাড নুরে আলম সিদ্দিকি সোহাগ, সুলতান মাহমুদ, এ্যাড মুজাহিদুল ইসলাম  প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এবং সাবেক মন্ত্রী সিনিয়র আইনজীবী বারিস্টার আমিরুল ইসলাম সহ অনান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ।সভাপতিত্বের বক্তব্য বলেন, এই সরকার ভারতের উপর নির্ভর করে বিনা ভোটে  অবৈধধ ভাবে রাষ্ট্র চালাচ্ছে। তাই তারা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না। সভাপতি আরও বলেন আমরা সুপ্রিম কোর্ট প্রাজ্ঞন থেকে দাবী জানাচ্ছি, সংসদে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করুন। এই দেশের মানুশের উচিত সকল প্রকার পণ্য বর্জন করা। বিশেষ করে সরকার ও জনগণকে ভারতের  কাপড় বজনের আহবান জানাচ্ছি।ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ এর প্রধান মূখপাত্র তাঁর বক্তব্যে বলেন, বিজিবি সরকার বাবরি মসজিদ থেকে শুরু করে মুসলমানদের সকল প্রতিষ্ঠান ধংস করে চলেছে এবং মুসলমানদের রক্ত নিয়ে প্রতিদিন হুলি খেলা করছে। এছাড়া তিনি আরোও বলেন, বিশ্বের ১৭ টি দেশ ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছেন তাকে সাধুবাদ জানায়।এ্যাড মুনির হোসেন তার বক্তব্য বলেন, বিজিপি মুখপাত্র আমাদের মহানবি (সা) এবং মা আয়েশা রাঃ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য  প্রদান মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন। এ্যাড বাদল বলেন, ওআইসি যে, ভরতের সাথে সম্পর্ক ছিন্ন করার যে শর্ত দিয়েছেন সেটাকে স্বাগত জানায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড পারভেজ হোসাইন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে